মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন। সভায় পুলিশ সুপার পর্যায়ক্রমে উপস্থিত জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে গৃহিত ব্যবস্থা নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়।
সভায় উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পুলিশ সুপার। সভায় মার্চ-২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার অর্থ পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসেবে মো: আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল থানা। শ্রেষ্ঠ এসআই : অলক বিহারী গুণ, এসআই (নিঃ), শ্রীমঙ্গল থানা।
এছাড়া আইনশৃংঙ্খলা রক্ষায় সার্বিক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মৌলভীবাজার সদর মডেল থানা বিশেষ পুরস্কার লাভ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং তাদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন