(ভিডিও সহ) মৌলভীবাজার পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা বিস্তারে প্রতিবাদ

January 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ শিশুদের পাঠ্যপুস্তকে সহজপাঠের নামে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি, সাম্প্রদায়িকতা ছড়ানোর অপকৌশল, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবি মেনে নিয়ে পাঠ্যপুস্তক থেকে অমুসলিম ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়া, ধর্মান্ধতা ছড়ানোর চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল সংগঠন।
১৬ জানুয়ারী সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার কোর্ট পয়েন্ট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ প্রতিবাদী মানববন্ধন করে উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট।জহর লাল দত্তের সভাপতিত্বে মীর ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল খালিক, এড. মকবুল হোসেন, এড.মইনুর রহমান মগনু, ছাত্রনেতা কামরুল হাসান মিজু ও বিপাসা দাসগুপ্ত প্রমুখ। বক্তারা বলেন ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার এবং এসব কর্মকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বহুধারার শিক্ষাব্যবস্থা ভেঙে একই ধারার বিজ্ঞানভিত্তিক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ অসাম্প্রদায়িক, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম প্রণয়নের দাবি জানিয়ে আসছে এদেশের প্রগতিশীল শক্তি। সাধারণ ও প্রগতিশীল মানুষের দাবি উপেক্ষা করে কেবলমাত্র ভোটের সমীকরণ মাথায় রেখে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবি মেনে নিয়ে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক সব উপাদান যুক্ত করা হয়েছে। এভাবে শিশুমনেই ঢুকিয়ে দেয়া হয়েছে সাম্প্রদায়িকতার বিষ। শিশুদের উদার, মানবিক ও অসাম্পদ্রায়িক মানুষ হিসেবে গড়ে তোলার বিপরীতে এ ধরনের ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তুর্ভুক্তির মধ্য দিয়ে বাঙালির জাতীয় মুল্যবোধকে ধ্বংস করে দেয়ার পাঁয়তারা চলছে। সরকার পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ ও প্রগতিশীল লেখকদের গুরুত্বপুর্ণ রচনা বাদ দিয়ে এদেশে বসবাসকারী অপরাপর ধমাবলম্বীদের অবজ্ঞা ও অসম্মান প্রদর্শনই করেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। সরকারের এ অবস্থানের তীব্র নিন্দা জানান তারা। অবিলম্বে ভুলে ভরা ও সাম্প্রদায়িক উপাদানে ভরপুর সব পাঠ্যপুস্তক প্রত্যাহার করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে সংশোধিত পাঠ্যপুস্তক সরবরাহ করার দাবী জানান। ঘৃণ্য এ অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করারও দাবী জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com