(ভিডিওসহ) মৌলভীবাজার পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার উদ্যেগে কানাডা প্রবাসীদের সাথে এক মতবিনিময়

February 8, 2024,

স্টাফ রিপোর্টার॥ পারস্পরিক সমাজকল্যাণ সংস্থা মৌলভীবাজারের আয়োজনে কানাডা প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরেন্ট, অক্টারিও কানাডা কর্তৃক পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার শিক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান সুয়ারার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক পরিচালক আজমল আহমদ চৌধুরীর পরিচালনায় অতিথি ছিলেন কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি লায়েকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, কানাডা প্রবাসী মোহাম্মদ আব্দুল মুহিত, শারমিন সুলতানা, আব্দুল ওয়াহিদ সহ অন্যন্যরা।
মতবিনিময় সভার শুরুতে উপকার ভুগিদের মধ্যে বক্তব্য রাখেন, রাজনগর টিএসসির ইন্সট্রাকটর (ইংরেজি) শিপন মিয়া। বক্তব্য রাখেন কানাডা প্রবাসী প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার, এডভোকেট এইচ এম মোস্তাক আহমদ।
উপস্থিত ছিলেন পারস্পরিক মৌলভীবাজারের সাথে যুক্ত, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, ছয়ফুল আলম খান, সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু, মোঃ নূরুল ইসলাম আনোয়ার, হেমায়েতুল ইসলাম খাঁন চৌধুরী, এস এম উমেদ আলী, সুমন আহমদ, আহসান উদ্দিন চৌধুরী সুইট, এহ্সানা চৌধুরী, মো: জসিম উদ্দিন, হাসানাত কামাল, জাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন কানাডার পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি লায়েকুল হক চৌধুরী নগদ ২ লক্ষ ৬৫ হাজার টাকা ও আরও ২০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা মৌলভীবাজার পারস্পরিক নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। পরে অতিথিদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com