৩৬ জুলাই এমনি এমনি হয়নি, মানুষের ভেতর পাথর চাপা দেওয়া ছিলো-পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার : ৩৬ জুলাই এমনি এমনি হয়নি। মানুষের ভেতর পাথর চাপা দেওয়া ছিলো। কেউ কথা বলতে পারতনা। কাজ করতে পারত না। কেই লিখতে পারত না। সাংবাদিকরা কিছু বলতে পারতনা, লিখতেও পারত না। কিছু কতিপয় সাংবাদিকে মানুষ জাতির বিবেক মনে করত। কিন্তু তারা সে প্রত্যাশার জায়গায় ছিলোনা। তারা আন্দোলনের সময় ছাত্রদেরকে কিভাবে হত্যা করা যায় এমনটি অনুপ্রাণিত করেছে সেটাও আমরা দেখেছি। আবার এমনও সাংবাদিক ছিলেন যারা ছাত্র আন্দোলনকে বেগবান করার জন্য ছাত্রদের পাশেও তারা ছিলেন, মাঠেও ছিলেন। সবজায়গায় কিন্তু দূর্বৃত্তায়ণ সবসময়ই আছে। সব জায়গায়ই ঘোলাটে পরিবেশ ছিলো। সেখান থেকে আমরা রেহাই পেয়েছি। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরের উল্লেখিত কথা বলে মৌলভীবাজাররের নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
তিনি জেলায় সাম্প্রতিক সময়ে মামলার বিষয়ে আরও বলেন, যাদেরকে মামলার আসামী করা হয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেনা। পুলিশ বিগত সময়ে লেজুড়ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠনের হয়ে কাজ করত। আপনারা নিশ্চিত হবেন বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ এখন থেকে সেই রাজনৈতিক লেজুড়ভিত্তিক দুর্বৃত্তায়ণের কাজকর্ম থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্ঠা করছে। সেই প্রতিশ্রতিও দিচ্ছে।
তিনি সম্প্রতিক সময়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়ে বলেন ৫ই আগষ্টের পর সুযোগ সন্ধানী অপরাধীরা সুযোগ পেয়ে বিভিন্ন অপকর্ম করছে। কোনো জায়গায় পুলিশের চাদাবাজি হবেনা। কোথাও কোনো চাঁদাবাজি দেখলে জানানোর জন্যও অনুরোধ করেন। পুলিশ জনগণের সেব। সে কখনো চাঁদাবাজ হতে পারেনা। আপনি নিজে চাঁদাবাজ হলে কিভাবে চাঁদাবাজকে রোধ করবেন। পুলিশ হবে জনবান্ধব। পুলিশ হবে রাষ্ট্র ও জনগণের। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিলো আপনারা নিশ্চিত থাকেন এর সাথে যারা জড়িত তারা কেউ কোনো ভাবেই রেহাই পাবেনা। এরা আমাদের ব্যক্তিগত শত্রু নয়। এরা স্বাধীনতার শুত্রু। তারা আমাদের বাকস্বাধীনতা ও মুক্তভাবে লিখার শত্রু। তাদেরকে কোনো ভাবেই ছাড় দেওয়া যাবেনা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, এনটিভি ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, সংগ্রাম প্রতিনিধি মো: আজাদুর রহমান আজাদ, ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও নিউজ টুয়েন্ট্রিফোর টিভি প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদোস আহমদ দুলাল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, এখন টিভি প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভি প্রতিনিধি মো: মাহবুর রহমান রাহেল, কালের কন্ঠ প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, রুপালীবাংলা প্রতিনিধি, সাহাজান আহমদ, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ সহ অন্যন্যরা।
পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে পুলিশ সুপার মৌলভীবাজারকে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি মৌলভীবাজার জেলার মাদক, চাঁদাবাজি, যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় জেলা পুলিশের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।
মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন