মৌলভীবাজার পৌরসভার ঈদগাহ সম্প্রসারণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শুরু হয়েছে টাউন ঈদগাহ’র সম্প্রসারণ কাজ। বুধবার ১০ আগস্ট বিকেলে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দা সায়রা মহসিন এমপি এবং পৌর মেয়র ফজলুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মনসুর”জ্জামান, জাতীয় পার্টির জেলা সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান, মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা আবুল হোসেন খান, সৈয়দ নওশের আলী খোকন, পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু প্রমুখ।
দেশে-বিদেশে অবস্থানরত দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ঈদগাহ’র সম্প্রসারণ কাজ হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র ও ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুর রহমান। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা।
এ কাজে আর্থিক সহযোগিতা করে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়র ফজলুর রহমান।
মন্তব্য করুন