মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বড়লেখা উপজেলার দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১ জুলাই বড়লেখা উপজেলা পরিষদের সহযোগিতায় বর্ণি ও সুজানগর ইউনিয়ন পরিষদে এবং তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ক্যাম্পে প্রায় দেড় সহ¯্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়।
ডা. পদ্ম মোহন সিনহার নেতৃত্বে এবং মৌলভীবাজার ম্যাটস’র সহযোগিতায় চিকিৎসা প্রদান করেন ডা. মোবারক হোসেন পলাশ ও ডা. নজরুল ইসলাম।
পৃথক পৃথক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়েলখার পৌর মেয়র কামরান চৌধুরী, কাউন্সিলর তাজ উদ্দিন, তালিমপুর ইউনিনের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাশ, সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান নছিব আলী, বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক যোবায়ের আহমদ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা মেয়র ফজলুর রহমান বলেন, মানবিক আবেদন থেকে আমরা বন্যা দুর্গত মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল ক্যাম্প করেছি। চিকিৎসাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষধ দিয়েছি।
মন্তব্য করুন