(ভিডিও সহ) মৌলভীবাজার পৌরসভার উন্নয়ন : রাস্তা প্রসস্থ ও ড্রেন নির্মানে মেয়রের উদ্যেগ

October 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরের দরগা মহল্লা এলাকায় জমির মালিকগণ পৌরসভার আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় দেয়াল ভেঙ্গে রাস্তা প্রশস্থকরণে সহযোগীতা করছেন।
আর তাই খুদ পৌরসভার উদ্যোগে শহরের দরগা মহল্লায় রাস্থার দু’পাশে সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্থা প্রসস্থ করে প্রস্তুত করা হলো।
৭ অক্টোবর শনিবার সকাল থেকে শহরের দরগা মহল্লা এলাকায় রাস্তার দু’পাশে সীমানা প্রাচীর ভাঙ্গা হয়।

এ সময় উপস্থিত এলাকার এক বাসিন্দা কয়ছর আহমদ বলেন, মাজার থেকে হাসপাতাল রোড পর্যন্ত রাস্তা সরু থাকার কারণে কার, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচলও কঠিন ছিলো ওই রাস্তা দিয়ে।

এই রাস্তাটি বড় হবে আমরা কল্পনাও করিনি। বদরুন্নেছা হাসপাতালের মালিক বদরুন্নেছা খানম বলেন, মেয়র বলেছেন তাই নিজের দেয়াল ভেঙ্গে দিয়েছি। সবাই দিচ্ছে। নিশ্চয় তিনি ভালোর জন্য কাজ করেছেন। রাস্তা বড় হবে জমির মূল্যও বৃদ্ধি পাবে।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, ছোট মাজারের সামনে থেকে হাসপাতাল সড়ক পর্যন্ত সড়ক প্রসস্থ করা হয়েছে। এসময় ওই এলাকার শাহ আলম,লাল মিয়া, মনা সহ প্রোয় ৩০/৩৫টি পরিবার তাদের সড়ক প্রসস্থের জন্য নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন।  আগে রাস্তা ছিল ছিলো তুলনামুলক অনেকটা সরু। এখন বেড়ে রাস্তা ১৪ থেকে ১৮ ফিট হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাষনের জন্য নির্মান হচ্ছে ড্রেন। মানুষকে বুঝিয়েছি, এটা কঠিন ছিলো। এখন তাঁরা স্বেচ্ছায় নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন। এটা তাঁদের জন্য অনেক বড় সিদ্ধান্ত এবং বড় মনের পরিচয়। মানুষকে বুঝাতে পারলে অনেক বড় ও কঠিন বিষয়ও সহজভাবে নিয়ে আসা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com