মৌলভীবাজার পৌরসভার ৭৯ কোটি টাকার বাজেট ঘোষনা (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন কোনো কর আরোপ ছাড়াই এক সুধী সমাবেশে
মৌলভীবাজার পৌরসভার ২০১৬ – ২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
এবারের অর্থ বছরে ৭৯ কোটি ৩১ লক্ষ ১১ হাজার ৬শত ৩২ টাকা বাজেট ঘোষনা করেন পৌর মেয়র ফজলুর রহমান।
৩১ জুলাই রোববার দুপুর ২টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে সুধী সমাবেশে পৌর মেয়র এ বাজেট পেশ করেন। এতে কাউন্সিলর, বিশিষ্ঠ নাগরিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,
সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, শিক্ষানুরাগী সৈয়দ মোস্তাক আলী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ হোসেন,
মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, পৌরসভার নাগরিক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, এমদাদুল হক রেনু প্রমুখ।
এবারের বাজেটে শহরের জলাবদ্ধতা নিরসন, ড্রেন-কালভার্ড নির্মান, রাস্থা উন্নয়ন, বিনোদন পার্ক নির্মানে গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন