(ভিডিও সহ) মৌলভীবাজার পৌরসভার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

July 27, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বৎসরের ৮৩ কোটি ৩৫ লক্ষ ৫৮ হাজার ৫৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ জুলাই দূপুরে পৌর জনমিলন কেন্দ্রে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক।


পরে বাজেটের উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি রাধাপদ দেব সজল, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, দ্যা ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল, বিটিবি প্রতিনিধি হাসনাত কামাল স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি নজমুল হক, ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা জাসদ সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাস, পৌর কাউন্সিলার আসাদ হোসেন মক্কু, পৌর কাউন্সিলার মনবীর রায় মঞ্জু সহ অন্যান্যরা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও পৌর নগরীকরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বৎসরের ৮৩ কোটি ৩৫ লক্ষ ৫৮ হাজার ৫৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৬-১৭ অর্থ বৎসরে ২২ কোটি ৮৮ লক্ষ ৯২ হাজার ৪৩ টাকা আয় ও ১৬ কোটি ৯১ লক্ষ ৯৭ হাজার ১৭৯ টাকা ব্যয় হয়েছে।

পৌরসভার প্রকৃত আয়-ব্যয় বিবরণী সূত্রে জানা যায়, রাজস্ব খাতে আয়ের মধ্যে পৌর কর চলতি ১ কোটি ৩২ লক্ষ ৫৬ হাজার ৭২৬ টাকা ও বকেয়া ৮০ লক্ষ ৪৭ হাজার ৯৮৬ টাকা। স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১ কোটি ৫১ লক্ষ ২২ হাজার ু৮৪৫ টাকা। ইমারত নির্মাণ, পেশা, ব্যবসা সনদ, জন্ম/মৃত্যু সনদ, বিজ্ঞাপন ফি, যানবাহন ফিস ইত্যাদি খাতে আয় ৭৭ লক্ষ ৬৭ হাজার ২৯৭ টাকা। হাটবাজার, অস্থায়ী কুরবানী হাট, বাস স্ট্যান্ড, খেয়াঘাট, পাবলীক টয়লেট ইজারা বাবদ ৫৬ লক্ষ ২০ হাজার ৩০৭ টাকা। রাজস্ব খাতে সরকারী ও অন্যান্য অনুদান ২ লক্ষ ৯১ হাজার ১৮৫ টাকা। মার্কেট দোকান ভাড়া ১৫ লক্ষ ৫৭ হাজার ৩৫০ টাকা। অন্যান্য আয়, রোলার ভাড়া, সিডি বিক্রি, সার্টিফিকেট, রাস্তা কর্তন ফি, ফরম, পশু জবাই, ও বিধি ফি ১ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ২৫ টাকা। বস্তিবাসীর ক্ষুদ্র খাতে আয় ৩ লক্ষ ৭৭ হাজার ু৪৫৮ টাকা। পানি সরবারাহ শাখার আয় ১ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ৯০৮ টাকা। এই রাজস্ব খাতে সর্বমোট ৭ কোটি ৫৫ লক্ষ ৬৮ হাজার ০৪৪ টাকা রাজস্ব আয় হয়েছে।

এছাড়া উন্নয়ন খাতের আয়ের মধ্যে সরকারী অনুদান (এডিপি) ১ কোটি ৩৫ লক্ষ টাকা। রাজস্ব উদ্বৃত্ত ১৩ লক্ষ ৪৫ হাজার ৮৬ টাকা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো প্রকল্প খাতে ৯০ লক্ষ টাকা। ইউজিআইআইপি-৩ প্রকল্প খাতে ১২ কোটি ৭০ লক্ষ ০৮ হাজার ১১১ টাকা।  মূলধনী খাতে মোট আয় ২৪ লক্ষ ৭০ হাজার ৮০৫ টাকা।

অন্যদিকে রাজস্ব খাতে ব্যয়ের মধ্যে সংস্থাপন খাতে ব্যয়, মেয়র ও কাউন্সিলারদের সম্মানী, কর্মকর্তা/কর্মচারীর বেতন ভাতা, যানবাহন মেরামত, জ্বালানী বিল সহ অনুসঙ্গিক ব্যয় ৩ কোটি ৩৯ লক্ষ ৮৯ হাজার ৪৮৮ টাকা। শিক্ষা খাতে ব্যয়, বিবিধ ফরম, রসিদ বহি মুদ্রন, স্বাস্থ্য ও পয়ঃপ্রনালী খাতে মোট ব্যয় ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৭৩ টাকা। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ৬ লক্ষ ০৯ হাজার ২০৫ টাকা। মূসক, আয়কর, ও অন্যান্য কর ১০ লক্ষ ২৯ হাজার ৪৬৪ টাকা। কুরবানী হাটে হিস্যা পরিশোধ ৪ লক্ষ ৫০ হাজার টাকা। বিদ্যুৎ বিল প্রদান ৫৯ লক্ষ ৬০ হাজার ৫৯৯ টাকা। মামলা খরচ, জাতীয় দিবস উদযাপন, খেলাধুলা সংস্কৃতিক এবং বিএমডিএফ লোন এর কিস্তি পরিশোধ ব্যয় ৩২ লক্ষ ০২ হাজার ৯৪০ টাকা। সামাজিক কার্যক্রম ব্যয় ৩১ লক্ষ ৬৩ হাজার ২১৪ টাকা। রাজস্ব হতে উন্নয়ন কাজে ব্যয় ১৩ লক্ষ ৪৫ হাজার ৮৩ টাকা। অবচয় তথঃ ঋণ ব্যয় পরিশোধ ও অন্যান্য ১ কোটি ৪ লক্ষ ২৪ হাজার ১৯৪ টাকা। পৌর পানি শাখায় ব্যয় (কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা সহ) ১ কোটি ১৪ লক্ষ ০৫ হাজার ৯৬৮ টাকা। বস্তি কার্যক্রমের ক্ষদ্র ঋণ খাতে ব্যয় ৬ হাজার ১১৪ টাকা। এই রাজস্ব খাতে সর্বমোট ব্যয় ৭ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৯৪৩ টাকা।

উন্নয়ন খাতে ব্যয়ের মধ্যে সরকারী অনুদান অর্থবাবদ (এডিপি) ৪৪ লক্ষ ৯৭ হাজার ০৯৬ টাকা। রাজস্ব উদ্বৃত্ত অর্থ ব্যয় ১৩ লক্ষ ৪৫ হাজার ৮৩ টাকা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো অর্থ ব্যয় ৪৫ লক্ষ ৩১ হাজার ৭০৫ টাকা। ইউজিআইআইপি-৩ প্রকল্প খাতে ব্যয় ৮ কোটি ৩১ লক্ষ ৭২ হাজার ৫৪৬ টাকা। মূলধনী খাতে ব্যয় ২৪ লক্ষ ৭০ হাজার ৮০৫ টাকা।

২০১৬-১৭ অর্থ বৎসরে ২২ কোটি ৮৮ লক্ষ ৯২ হাজার ৪৩ টাকা আয় (রাজস্ব+উন্নয়ন+মূলধন) ও ১৬ কোটি ৯১ লক্ষ ৯৭ হাজার ১৭৯ টাকা ব্যয় (রাজস্ব+উন্নয়ন+মূলধন) হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান ২৭ জুলাই দুপুর ১টার দিকে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, পৌর নাগরিকদের সহায়তা ছাড়া কোন বাজেট প্রণয়ন সম্ভব নয়। তাই নাগরিকদের নিয়মত পৌর কর পরিষোদ সহ অনুষাঙ্গিক বিষয়ে সজাগ থাকতে হবে। নাগরিকরা সচেতর না হলে উন্নয়ন সম্ভব নয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com