(ভিডিও সহ) মৌলভীবাজার পৌরসভা সহ কয়েকটি স্থানে হামলা ও ভাংচুর
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা ভবন, চৌমুহনা ও শিল্প ও বাণিজ্য মেলায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। জেলা আওয়ামীলীগের সম্মেলনের পর আংশিক ঘোষিত কমিটিতে নিজ বলয়ের নেতার কাঙ্খিত পদ না পাওয়ায় ক্ষোভের বহিপ্রকাশে এ হামলা হয়েছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ শহরের চৌমুহনা এলাকায় রাস্তার ১টি ট্রাক
আটকিয়ে ভাঙচুর করে। একই সময় অপর একটি দল পৌরসভা ভবনের দু’তালায় বেশ কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে তারা কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাস ব্যাপি শিল্প ও বাণিজ্য মেলায় হামলা চালিয়ে সামনের গেইট এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।
এ ঘটনার পর থেকে শহরের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল আহমদ হামলার সত্যতা স্বীকার করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নত করা হবে এবং হামলার কারনও খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন