(ভিডিও সহ) মৌলভীবাজার পৌরসভা সহ কয়েকটি স্থানে হামলা ও ভাংচুর

October 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা ভবন, চৌমুহনা ও শিল্প ও বাণিজ্য মেলায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। জেলা আওয়ামীলীগের সম্মেলনের পর আংশিক ঘোষিত কমিটিতে নিজ বলয়ের নেতার কাঙ্খিত পদ না পাওয়ায় ক্ষোভের বহিপ্রকাশে এ হামলা হয়েছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ শহরের চৌমুহনা এলাকায় রাস্তার ১টি ট্রাক

আটকিয়ে ভাঙচুর করে। একই সময় অপর একটি দল পৌরসভা ভবনের দু’তালায় বেশ কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে তারা কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাস ব্যাপি শিল্প ও বাণিজ্য মেলায় হামলা চালিয়ে সামনের গেইট এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।
এ ঘটনার পর থেকে শহরের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল আহমদ হামলার সত্যতা স্বীকার করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নত করা হবে এবং হামলার কারনও খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com