মৌলভীবাজার পৌরসভা ১৫০ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পৌরসভা ২০২৪-২৫ অর্থবছরের ১ কোটি ৭০ হাজার ৭৪০.৭৩ টাকা উদ্ধৃত্ত রেখে ১৫০ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৯২৪.৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবছর মৌলভীবাজার পৌরসভা জন্মনিবন্ধনে দেশ সেরা পুরষ্কার ও পরিবেশ রক্ষায় জাতীয় পুরষ্কার পেয়েছে। মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো: ফজলুর রহমান।
বাজেট বক্তব্যে মেয়র জানান, ১১ কোটি ১১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এপর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৯ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকা। পাশাপাশি উন্নয়নম‚লক কাজও চলমান রয়েছে। শহরের ভেতর বেরী লেইক উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বাজেটে বরাদ্ধ দেয়া হয়েছে।
বাজেট বক্তব্যে তিনি কোদালীছড়া, শান্তিবাগ ও মনু নদীর পারে জনসাধারনের জন্য গড়ে তোলা বিনোদন ও ওয়ার্কওয়ে কাজ শেষ পর্যায়ে রয়েছে।
পৌর মেয়র দেশ সেরা পুরস্কার অর্জনের বিষয়ে পৌর নাগরিকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন সকলের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন সম্মানিত পৌর নাগরিকদের। আগামীতে পৌর শহরের জলাবদ্ধতা মুক্ত রাখতে ড্রেনে পলিথিন ও প্লাষ্টি সামগ্রী না ফেলা, পৌরসভা প্রদত্ত ডাস্টিবিন ব্যবহার ও যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে দৃষ্টিনন্দন সুন্দর ফুলেল শহর গড়তে পৌর নাগরিকদের প্রতি উদাত্ত আহবান জানান।
পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের সঞ্চালনায় বাজেট ঘোষাণার আগেই স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ।
বাজেট ও পৌরসভার উন্নয়ন নিয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এস এম উমেদ আলী, নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, এম.এ হামিদ, ইমাদ উদ দীন, পান্না দত্ত, হাসানাত কামাল, হোসাইন আহমদ, আব্দুল ওয়াদূদ প্রমুখ।
উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ সহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সাংবাদিকরা শহরে অলিগলিতে অতিরিক্ত ইলেকট্রিক ব্যাটারি চালিত দূর্ঘটনার ঝুঁকিপ্রবণ রিকশা, সিএনজি,শহর জুড়ে গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে অসংখ্য ভ্যানগাড়িতে সবজি ও ফলের ভ্রাম্যমাণ দোকানের কারণে জনদূর্ভোগের বিষয়ে মেয়রে দৃষ্টি আর্কষণ করলে তিনি প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এই শহরের সৌন্দর্য রক্ষায় যানজট ও ফুটপাত মুক্তকরার প্রতিশ্রæতি দেন।
বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীসহ অন্যান্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মন্তব্য করুন