(ভিডিওসহ) মৌলভীবাজার পৌর এলাকায় স্বেচ্ছাশ্রমে কোদালীছড়া খনন কাজ শুরু
মু. ইমাদ উদ দীন॥ স্বেচ্ছাশ্রমে মৌলভীবাজার শহরবাসীর একমাত্র পানি নিষ্কাষণের মাধ্যম কোদালী ছড়া খননের উদ্যোগ গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভা।
এ উপলক্ষে শনিবার ১০ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক সহ প্রায় ৫০টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। পরে সেচ্ছাশ্রমে কুদালীছড়া খনন ও পরিষ্কার পরিচন্নতা অভিযানে নামেন।খননকাজ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়াম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,
পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড.ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, চেম্বার সভাপতি মো. কামাল হোসেন, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা: এম.এ আহাদ, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা জাসদের সভাপতি নাজিম উদ্দিন নজরুল, বিজনেস ফোরামের সভাপতি নরুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ীবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার পৌরসভা, প্রেসক্লাব, চেম্বার, বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, ব্যবসায়ী সংগঠন,গালর্স গাইড, স্কাউট, রেডক্রিসেন্ট, শিক্ষক-শিক্ষার্থীরা প্রায় ৫০টি প্রতিষ্ঠান স্বেচ্ছাশ্রমে কোদালীছড়ায় ময়লা-আবর্জনা পরিষ্কার ও খনন কাজে অংশ গ্রহণ করেন। এসময় পৌর শহরের প্রায় ৩ কিলোমিটার এলাকা স্বেচ্ছাসেবী ও উৎসুক মানুষের ভীড় ছিল লক্ষ্যণীয়।
উৎসব মুখর পরিবেশে স্বেচ্ছা শ্রমে কুদালী ছড়া পরিস্কার ও খনন কার্যক্রমে অংশ নেয়া অনেকেই জানান নানা কারনে ছড়াটি এখন প্রাণহীন। ভরাট হওয়াতে নাব্য হ্রাসে ছড়াটির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। শহরের মধ্যে দিয়ে প্রবাহিত একমাত্র ছড়াটির দু’পাশের অধিকাংশই পাড় দখল হওয়াতে একসময়ের স্্েরাতস্বী ছড়াটির নেই তার সেই ঐতিহ্য। এ কারনে বর্ষা মৌসুমে প্রায়ই শহরে বিভিন্ন পাড়া ও মহল্লাতে জলবদ্ধতা দেখা দেয়। ছড়াটির এই দূর্দশা হতে মুক্ত করতে পারলে শহরে জলবদ্ধতা অনেকাংশেই কমে যাবে এমনটিই তারা দাবী করেন। জানাযায় ৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে স্বেচ্ছা শ্রমে কোদালী ছড়া খনন নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত হয় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোদালীছড়া খননের কাজ মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে দক্ষিণ কলিমাবাদ পর্যন্ত পৌরসভার শহর এলাকায় প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত খনন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পরিচ্ছন্নতা
অভিযানেস্বেচ্ছাসেবীদের ৬টি ভাগে ভাগ করা হয়। প্রথমভাগে মৌলভীবাজার বিজনেস ফোরামের নেতৃত্বে মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে টিভি হাসপাতাল রোডের কালভার্ট পর্যন্ত। দ্বিতীয় ভাগে জেলা প্রশাসনের উদ্যোগে টিভি হাসপাতালের কার্লভাট থেকে মৌলভীবাজার প্রেসক্লাব। তৃতীয় ভাগে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে প্রেসক্লাব হতে সুলতানপুর কালভার্ট। চতুর্থ ভাগে সুলতানপুর কালভার্ট থেকে টিক্করবাড়ি গোরস্থান। পঞ্চমভাগে চেম্বার অব কমার্স টিক্করবাড়ি গোরস্থান হতে দক্ষিণ কলিমাবাদ কালভার্ট। ৬ষ্টভাগে জেলা পুলিশ সুপারের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও খনন কাজ পরিচালিত হবে।
মন্তব্য করুন