মৌলভীবাজার পৌর মেয়র চত্ত্বরে পলিথিন ও অপচনশীল দ্রব্যের হাট উদ্বোধন (ভিডিওসহ)

July 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দেশে প্রথমবারের মতো চালু হলো পরিত্যক্ত পুরাতন পলিথিন ও অপচনশীল দ্রব্য ক্রয়-বিক্রয় হাট। শহরকে পরিছন্ন, পরিবেশ বান্ধব ও জলবদ্ধতা মুক্ত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার ৯ জুলাই বিকেল ৪ টায় মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্ত্বরে পরিত্যক্ত পুরাতন পলিথিন ও অপচনশীল দ্রব্য ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।

পৌর মেয়র জানান, পলিথিন হাটে বাসা-বাড়ী, দোকান, বেকারী ও রেস্টুরেন্টের পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, চকলেট-চুইনগামের প্যাকেট, শপিং ব্যাগ, বিভিন্ন জাতের অপচনশীল দ্রব্য যারা বিক্রি করতে নিয়ে আসবেন সেগুলো ক্রয় করবে পৌর কর্তৃপক্ষ।

প্রতি কেজি পলিথিন ও প্লাস্টিক সামগ্রী ৫০ টাকায় ক্রয় করছে মৌলভীবাজার পৌরসভা। প্রথম দিন ৪৯৭ কেজি বিভিন্ন জাতের অপচনশীল দ্রব্য ক্রয় করা হয়।

হাটে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী নিয়ে আসার জন্য পৌর মেয়র সকলের প্রতি অনুরোধ জানান। পলিথিনের এ হাট নিয়মিত প্রতি রোববার বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বরে বসবে।

পৌর কাউন্সিলর নাহিদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়সল আহমদ, সৈয়দ সেলিম হক, জিমি আক্তার, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, দেশ টিভি জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, সময় টিভি জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান, দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি শ.ই সরকার জবলু, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, এখন টিভি জেলা প্রতিনিধি এম এ হামিদ, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা প্রতিনিধি হাসানাত কামাল, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তুহিনুর রশিদ জুবায়ের, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি আব্দুর রব, ঢাকা মেইল জেলা প্রতিনিধি পুলক পুরকায়স্থ, সময় টিভি ক্যামেরা পার্সর ইয়ারুপ আহমদ, চ্যানেল আই ক্যামেরা পার্সন মো. আমির, বিটিভি ক্যামেরা পার্সন এম এ মোস্তফা, এনটিভির ক্যামেরা পার্সন শাহরিয়ার খান সাকিবসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com