(ভিডিও সহ) মৌলভীবাজার পৌর শহরে টমটম চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

May 31, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌর শহরে গ্যাস চালিত প্রায় দুই হাজার টমটম গাড়ি চালানোর নিষেধাজ্ঞার প্রতিবাদে ৩১ মে মৌলভীবাজার শহরে টমটম চালানো বন্ধ রেখে প্রায় ১ কিঃমিঃ ব্যাপি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা অটো টেম্পু, মিশুক ও সিএনজি সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
মানববন্ধন শহরের চৌমুহনী পয়েন্ট থেকে শুরু হয়ে পৌরসভা, জেলা পরিষদ ও কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ অতিক্রম করে প্রেসক্লাব পয়েন্টে শেষ হয়। এসময় ড্রাইভাররা টমটম চালানো বন্ধ রেখে মানববন্ধনের বিপরীত দিকে রাস্তার ওই পাশে গাড়ি লাইনে দাঁড় করে রেখে।
যার কারণে দিন ব্যাপি দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। এই সুযোগে সিএনজি ও রিক্সা চালকরা যাত্রীদের কাছ থেকে দিগুন ভাড়া আদায় করে। এসময় যাত্রীদের সাথে কথা হলে তারা বলেন, এভাবে টমটম বন্ধ থাকলে শহরে চলাচলে আমারা চরম দূর্ভোগ শিকার হব।


প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ পাবেল আহমদ, সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম, বেরির পাড় সভাপতি মোঃ মিলন মিয়া, সাধারন সম্পাদক মোঃ হান্নান মিয়া ও অর্থ সম্পাদক মোঃ রমজান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসান মিয়া, ইব্রাহিম মিয়া, বাবুল মিযা, সুজা আহমদ, পারভেজ আহমদ, জোহাহিদ মিয়া, সেফুল মিয়া ও হার”নুর রশিদ হার”নসহ সহ¯্রাধিক ডাইভাররা।
মানববন্ধনে বক্তারা পূণরায় পৌর শহরে টমটম চলাচলে অনুমতি প্রদানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com