মৌলভীবাজার প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

February 15, 2025,

স্টাফ রিপোর্টার : কর্মব্যস্ত জীবনে-কাজের ফাঁকে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে বাস যোগে এম আর খান চা বাগান (দার্জিলিং টিলা) পর্যটন স্পটে যান। তবে এর আগে ২ বার বনভোজন ও আনন্দ উৎসবের স্পর্ট নির্দ্দারন করে স্থান সংকুলন না হওয়ায় তা পরিবর্তন করা হয়। স্পটে পৌছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিছু সময় ঘুরাঘুরি করেন এবং ফটোসেশন করেন সাংবাদিকরা।

মূলত দিনব্যাপী আয়োজিত বনভোজনের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময় ও একসাথে এক স্থানে মিলিত হওয়া। পরে কয়েকটি বিনোদন মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। হাঁড়ি ভাঙ্গা, মিনি গোলবারে গোল দেয়া, মারবেল কুড়াঁনো, মোরগের লড়াই, ঝুঁড়িতে বল প্রবেশ করানো, রশি টানাটানিসহ র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন। সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে চা বাগানের ভেতর রান্না করা হয় সু-স্বাদু মধ্যান্নের খাবার এবং তা সকলকে পরিবেশন করা হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও বাসসের জেলা সংবাদদাতা ডাঃ ছাদিক আহমদ, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আজাদুর রহমান এনটিভির স্টাফ রিপোর্টার ও ইনকিলাবের জেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, একাত্তর টিভির সংবাদদাতা আহমেদ ফারুক মিলাদ, দৈনক রুপালী বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, এশিয়ান টিভির সংবাদদাতা ও মৌলভীবাজার ২৪ডট কম সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল, কালের কন্ঠের জেলা সংবাদদাতা মো: সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি এম ইদ্রিস আলী, সমকালের কালের কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের দর্পণের প্রতিনিধি নাজমুল বারী সোহেল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, রাজনগরের ইনকিলাব সংবাদদাতা মাওলানা মোহাম্মদ গৌছ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ছাদেক আহমদ, সাবেক ব্যাংকার জিয়াউল হক চৌধুরী বুলবুল, সুইডেন প্রবাসী আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী রিয়াজ রহমান মুন্না।

এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার  মু. ইমাদ উদ-দীন এর যৌথ পরিচালনায় অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক আব্দাল মাহবুব কোরেশী, আব্দুল মুক্তাদির,  ময়নুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াদুদ, আব্দুল কাইয়ুম, জাকির হোসেন, দুরুদ আহমদ, কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল,  কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী অনি, এনটিভি (কুলাউড়া) অনলাইন প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, দৈনিক বাংলা ও নিউজ বাংলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ, ভোরের  ডাক প্রতিনিধি জয়নাল আবেদিন, সাংবাদিক সাহাবুদ্দিন শিহাব, এনটিভি (কমলগঞ্জ) অনলাইন প্রতিনিধি আব্দুল আহাদ, এশিয়া নিউজ প্রতিনিধি মোনায়েম খান, মানব জমিন পত্রিকার শ্রীমঙ্গল সংবাদদাতা মো: জামাল আহমদ, শাহরিয়ার খান সাকিব সহ অন্যন্যরা।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। আজ এই বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরেছেন। মূলত সাংবাদিকদের ব্যস্ততার মাঝে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন, সে জন্য মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। একই সাথে এম আর খান চা বাগান কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com