(ভিডিও সহ) মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য গজনফর আলী চৌধুরীকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীন সাংবাদিক আমেরিকা প্রবাসী গজনফর আলী চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব।
শনিবার ১১ মার্চ দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক গজনফর আলী চৌধুরী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক গজনফর আলী চৌধুরী অতিতের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে বলেন, সংবাদকর্মীরা মানুষের জন্য কাজ করবে। তাদের কাজ হচ্ছে অবহেলিত ও বঞ্চিত মানুষকে নিজের সব কিছু উঝাড় করে বিলিয়ে দেয়া। দেশের সার্বিক অবস্থা জনগনের কাছে তুলে ধরাই হচ্ছে একজন সংবাদ কর্মীর দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের ৭/৮ অংশ লোক বাকীদের শাসন করছেন। তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে পরিচালনা করা হচ্ছে। আমাদের দেশে ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সম্পর্ক হচ্ছে মাটি ও মানুষের সাথে। উচ্চ বিলাসী মানুষের সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন নেই। এলাকার অবহেলিত নীপিড়িত মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলব। উচ্চ বিলাসী মানুষের কাছে বিবেক বিক্রি না করার কথা বলেন। কারো রক্তচক্ষু, ভয়, নিপীড়ন, হত্যা ও অত্যাচার যেন আমাদের কলমকে না থামাতে পারে।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাধা পদ দেব সজল, সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, দেশ টিভি প্রতিনিধি, ছালেহ এলাহি কুটি, বিটিবি প্রতিনিধি হাসনাত কামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন