মৌলভীবাজার মনু প্রকল্প এলাকায় জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পেতে কৃষক সমাবেশ

August 28, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলাকে হাওর অঞ্চল ঘোষনা এবং জলাবদ্ধতার কবল থেকে ৫টি ইউনিয়নের কৃষকদের রক্ষায় নতুন পাস্প হাউস সংস্কারের দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

DSC00052
২৭ আগষ্ট শনিবার দুপুরে মনু প্রকল্প ও হাওর রক্ষা সমন্বয় পরিষদের উদ্দোগে হাওর বাচাঁও, কৃষক বাচাঁও এই শ্লোগান নিয়ে কাশিমপুর এলাকায় কৃষক সমাবেশ হয়। হাওর রক্ষা সমন্বয় কমিটির আহবায়ক বকশী ইকবালের সভাপতিত্বে ও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, প্রধান সমন্বয়কারী সরওয়ার আহমদসহ ভূক্তভোগী কৃষকরা।

IMG_20160827_132418
বক্তারা বলেন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, বুরো ও আমন মৌসুমে সেচ সুবিধার লক্ষে ১৯৮২ সালে কাশিমপুর এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ৮টি পাম্প মেশিন দিয়ে মনু প্রকল্প চালু করা হয়। কিন্ত গত কয়েক বছর ধরে জরাজীর্ণ ও পুরাতন পাম্প মেশিন গুলো সঠিকভাবে পানি নিষ্কাশন না

IMG_20160827_132513করায় জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে ৫টি ইউনিয়নের ৩৫টি গ্রামের কৃষকদের।
কৃষি নির্ভর হাওর অঞ্চলের কৃষকদের দারিদ্র বিমোচন, জলাবদ্ধতার কবল থেকে রক্ষা ও জীবনযাত্রা সচল রাখতে নতুন পাম্প হাউস স্থাপন ও মৌলভীবাজার জেলাকে হাওর অঞ্চল ঘোষনার দাবী জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com