(ভিডিওসহ) মৌলভীবাজার মেয়র চত্ত্বরে ফুলের চারা রোপণ

January 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ ফুলেল শহর মৌলভীবাজার গড়তে প্রচেষ্ঠা চলছে। এ লক্ষ্যে শহরের নানা স্থানে ব্যক্তি উদ্যোগ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দানশীল ব্যাক্তিবর্গের প্রচেষ্ঠা চলছে ফুলের চারা রোপণ।

বুধবার ৯ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্ত্বরে এরই ধারাবাহিকতায় লাগানো হল ফুলের চারা। মৌলভীবাজার পৌরপার্ক এক সময় ফুচকা মার্কেটে রূপ নিয়েছিলো। আবর্জনার বাগাড়ে পরিণত হয়েছিলো। এমন দৃশ্যে স্থানীয় বাসিন্দাদের  ক্ষোভের অন্ত ছিলনা। সদর মডেল থানা পুলিশ ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে পার্কটি মুক্ত হয়। এখন পৌরসভার উদ্যোগে আবারো পূর্বের সেই ফুলের বাগানে রূপ নিচ্ছে।

 

ফুলেল শহর মৌলভীবাজার গড়ার পরিকল্পনায় পৌরপার্কে ৪ শতাধিক বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করা হয়েছে।

পৌর মেয়র ফজলুর রহমানের আহ্বানে এতে যোগ দেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, ডা: এম এ আহাদ সহ সাংবাদিক, পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com