(ভিডিওসহ) মৌলভীবাজার শহরের চৌমুহনায় নৌকা প্রার্থীর নির্বাচনী সমাবেশে লোকে লোকারণ্য
মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের সর্বশেষ নির্বাচনী জনসভায় কয়েকহাজার মানুষের উপস্থিতিতে জনস্রোত সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে শহরের সাইফুর রহমান সড়কের চৌমুহনা এলাকায় শুরু হয় এই সমাবেশ। এতে সদর উপজেলার ১২টি ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নসহ দূরদূরান্ত থেকে নৌকার কর্মী ও সমর্থকরা নির্বাচনী ওই জনসভায় অংশ নেন। সমাবেশে আগামী দিনে মৌলভীবাজার ও রাজনগরের অভুতপূর্ব উন্নয়নের প্রতিশ্রুতিসহ নৌকায় ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে তার নির্বাচনী ইসতেহার বিতরণ করা হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান তরফদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মসুদ আহমদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি) সুয়েব, সিলেট মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, যুক্তরাজ্য প্রবাসী সাহাব উদ্দিন সাবুলসহ বেশ কয়েকজন প্রবাসী ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বাবার প্রতি সমর্থন ও ভোট চেয়ে ইংরেজিতে বক্তব্য রাখেন নৌকা প্রার্থী জিল্লুর রহমান এর মেয়ে জারিন তাসনিম অবন্তীও।
এর আগে দুপুর ১২টা থেকে নির্বাচনী সর্বশেষ ওই জনসভা শুরু হওয়ার পূর্ব ঘোষিত সূচি থাকলেও সমাবেশ শুরু হয় বিকেল সাড়ে ৩টার দিকে। সমাবেশকে কেন্দ্র করে চৌমুহনাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে সমাবেশস্থল সাইফুর রহমান সড়কের চৌমুহনা এলাকার ম্যানেজার স্টলের সামনে মূল মঞ্চ নির্মাণ হওয়ায় বুধবার রাত থেকেই ওই সড়কে বন্ধ থাকে যানচলাচল। সমাবেশেকে কেন্দ্র করে যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতেও দেখা গেছে। সড়কে টহল দিতে দেখা যায় বিজিবিকেও।
মন্তব্য করুন