(ভিডিও সহ) মৌলভীবাজার শহরে মাদক প্রতিরোধে পথ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে মৌলভীবাজার জেলা যুব সংস্থার উদ্যোগে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৬ মার্চ সকাল সাড়ে ১১টায় শহরের চৌমুহনা এলাকায় ঘন্টা ব্যাপি এই পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুর রহমান। যুব সংস্থার সভাপতি আলীম উদ্দিন হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রওশনুজ্জামান সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, টিভি জার্ণালিষ্ট এসোসিয়েসনের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, মাদক অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারি উপ-পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, ফয়ছল আহমদ,স্বাগত কিশোর দাস চৌধুরী, ক্রীড়া সংগঠক মোঃ আক্তারুজ্জামান, জেলা বাস ও মিনি বাস চালক সমিতির সম্পাদক শামীম আহমদ, জেলা সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ইউপি সদস্য আবু সুফিয়ান, শাহেদ আহমদ, মোনাইম আহমদ প্রমুখ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীজার জেলা যুব সংস্থার ওয়াহিদুজ্জামান দুলাল,মতিউর রহমান শিমুল, জুবায়ের আলী আহমদ, নুরুল হক, উজ্জল আহমদ, শাহিন মিয়া, ফয়ছল মিয়া,মাসুক আহমদ,আরজান আহমদ, সৈয়দ জুবায়ের আলী,জুম্মান চৌধুরী, সাদিক আহমদ,শফিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন মাদক সমাজে একটি বড় সমস্যা, মাদক নানা ধরনের অপরাধ সহ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ব্যাবসায়ী ও মাদক সেবীদের সর্তক করে বলা হয় যুব সমাজ মাদক প্রতিরোধে মাঠে নেমেছে। অচিরেই মাদক ব্যবসায়ী ও বিক্রির স্থান চিহিৃত করে আইনশৃংখা বাহিনীর নিকট দেয়া হবে।
মন্তব্য করুন