(ভিডিওসহ) কুদালীছড়া আরসিসি দেয়াল নির্মাণের কার্যাদেশ হস্তান্তর : ব্যায় ২৩ কোটি টাকা

November 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কুদালীছড়া খনন ও ছড়ার দুই পাশে আরসিসি দেয়াল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজের মধ্যে আরও রয়েছে ওয়াকওয়ে, সেড, সিসি ক্যামেরা ও ফুলের গাছ লাগানো হবে।
১৪ নভেম্বর শনিবার দূপুরে পৌর জনমিলন কেন্দ্রে কুদালীছড়ার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় ও কার্যাদেশ হস্তান্তর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোঃ নাসের রিকাবদার আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, এলজিএডির প্রকৌশলী, সাবেক পৌর কাউন্সিলর এডভোকেট আশু রঞ্জর দাশ, সিনিওর সাংবাদিক এস এম উমেদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মিন্টু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রাশেদা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, পৌর সভার সাবেক নির্বাহী প্রকোশলী আবুল হোসেন খান সহ অন্যন্যরা।

শেষে আনুষ্ঠানিক ভাবে ২৩ কোটি টাকা ব্যয়ে কুদালীছড়া উন্নয়ন কাজের কার্যাদেশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। ৪ কিলোমিটার খনন ও আরসিসি দেয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করবে এলজিইডি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পূর্বে কোদালিছড়া সংস্কার কাজের অন্যতম উদ্যোক্তা মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে কর্মরত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান, সাবেক জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এবং সাবেক পুলিশ সুপার শাহজালাল মোবাইল ফোনে যুক্ত হয়ে উপস্থিত পৌর নাগরিককে শুভেচ্ছা জানান।
কোদালিছড়া নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, শহরের ড্রেন ও খালে ময়লা না ফেলা এবং শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com