(ভিডিওসহ) মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধ ঝুকি পূর্ণ: সতর্ক থাকার জন্য মাইকিং : ১৪০ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

June 15, 2018,

স্টাফ রিপোর্টার॥ উজানে আবারও বৃষ্টিপাত হওয়ায় মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মনু নদী মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটের কাছে  বিপদ সীমার ১৪০ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোন সময় শহর প্রতিরক্ষা বাঁধ  (গাইড ওয়াল) উপচিয়ে বন্যার পানি প্রবেশ করতে পারে। শহরবাসী মনু প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গার ঝুকিতে রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় সিদ্ধান্তের পর দূপুর সাড়ে ১২টা থেকে মৌলভীবাজার শহরে বসবাসকারীদের শতর্ক থাকতে মাইকিং করা হচ্ছে। বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিরাপদ স্থানে অনেকেই সড়িয়ে নিচ্ছেন।
শহরের গুরুত্বপূর্ন এম সাইফুর রহমান সড়ক দিয়ে সকল প্রকার যাবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের মুল্যবান কাগজপত্র উঁচু স্থানে নিয়ে রাখা হচ্ছে। অপর দিকে কমলগঞ্জে ধলাই নদী বিপদ সীমার ৫৬ সেঃ মিঃ এবং কুশিয়ারা নদীর পানি ৩৬ সে: মি: ্উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মনু ও ধলাই নদীর ২০টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার পানি প্রবেশ করে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত করেছে। তলিয়ে গেছে বাড়ি ঘর সহ রাস্তাঘাট। পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ২ লক্ষাধিক মানুষ। অনেক স্থানে বন্যার পানির তোড়ে আটকে পড়া মানুষকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মিরা।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জানান, এ পর্যন্ত ২০টি স্থানে ভাঙ্গন দিয়েছে। ভারতে প্রচুর বৃষ্টি পাত হচ্ছে। ঝুকিপূর্ণ বাঁধ গুলো রক্ষার চেষ্টা করা হচ্ছে। নদীর প্রতিরক্ষা বাঁধ উপচিয়ে পানি এসে বাঁধ ভেঙ্গেছে। পানি বৃদ্ধি অভ্যাহত থাকলে মনুনদীর শহর প্রতিরক্ষা বাঁধ উপচিয়ে বন্যার পানি প্রবেশ করে শহর তলিয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com