মৌলভীবাজার সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা
স্টাফ রিপোর্টার॥ ॥ মৌলভীবাজার সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে ২০ জুন সোমবার প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিবাবক, জনপ্রতিনিধিসহ উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করিয়ে বাল্যবিবাহমুক্ত সদর উপজেলা ঘোষনা করে বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। বর্তমান সরকার সমাজকে এ ব্যাধি থেকে মুক্ত করতে দেশব্যাপী উদ্যোগ গ্রহন করেছে। কর্মসুচির ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোঘনা করা হয়েছে। তিনি পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করার সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে একটি সুখি ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত সুধি সমাবেশ ও শপথ গ্রহন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের শির্ক্ষাথী নাইমা জানাত,সদর সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রুহেনা আক্তার,সাধুহাটি আব্দুল বারী হাই স্কুলের প্রধান শিক্ষক অবিনাশ দাশ, মোস্তফাপুর,ইউপি সচিব আতাউল করিম,একাটুনা ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান,সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আত্তার প্রমুখ।
মন্তব্য করুন