মৌলভীবাজার সদর উপজেলার আগনসীতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ

April 4, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আগনসী (আটঘর) এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায় ১ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে আগনসী এলাকার সুজন মিয়ার পুত্র কালাম মিয়া (৪০) নতুন কাপড় দেয়ার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে। পরে দরজা আটকিয়ে তাকে ধর্ষন করে এমন অভিযোগ উঠে। ঘটনার সময় বাবা দৃষ্টি প্রতিবন্ধী অন্য কক্ষে বিছানায় শুয়ে ছিলেন। ছোট ভাই ও মা এসময় বাহিরে ছিলেন। ধর্ষক কালাম ঘর থেকে বের হয়ে চলে গেলে ধর্ষিতা বিষয়টি আসপাশের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য মো: সুহেলকে জানালে তারা কালামকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সোপর্দ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত কালাম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মেডিকেল পরীক্ষার জন্য বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com