মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়া পরিদর্শন

November 23, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়ায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের বাড়িতে সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী সহ বেশ কয়েকজন সমাজসেবক পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়া ও শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস পরিদর্শন করেছেন।

শুক্রবার ২২ নভেম্বর সকাল ১১টায় পরিদর্শন পরবর্তী ভগবতীয় আলোচনা সভায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ডাঃ রাধা কান্ত দাশ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক গীতা পাঠক বিশ্বজিৎ দেব, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অভিনাশ দেব বেনু, সমাজসেবক তপন দেব, সমাজসেবক বাবুল দেব, গীতা পাঠক রবিলাল বর্ধন, সমাজকর্মী মনতোষ দাশ, বাউলশিল্পী বিনয় দেবনাথ, সমাজসেবক রাজন বৈদ্য, গীতা পাঠক নিতাই দাশ, ভগবত একাডেমির অধ্যক্ষ শ্যামল ধর, কির্তনিয়া বকুল দেব, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।

পরিদর্শনকালে ভাগবতীয় গীতা ক্লাসের ছোট বাচ্চারা গীতার বিভিন্ন স্লোক অনুবাদ সহ অথিতিদের শুনান। পরে অতিথিরা জপমালা স্তম্ভ প্রদক্ষিণ ও ভজন কির্তন দর্শন করেন। বেলা ২টায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

শুরুতে প্রধান অতিথিকে মাল্য দান করে বরণ করেন গীতা স্কুলের পুস্পবতি, সৃষ্টি, চৈতি, প্রিয়ম, অভিষেক, সিনথিয়া, রাজ, আনন্দ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী তাঁর বক্তব্যে মন্দিরের উপস্থিত ভক্তবৃন্দ ও শিক্ষার্থীদের জ্ঞানগর্বমুলক আলোচনা সহ মন্দিরের সার্বিক উন্নয়নে তার সহযোগীতার হাত সর্বদা উন্মুক্ত থাকবে বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।

এসময় মদন মোহন আখড়ায় শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমির শিক্ষার্থীবৃন্দ এবং দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ফরেস্টার চাম্পা লাল বৈদ্য আগত অতিথিদের অভিনন্দন জানিয়ে সকলের সার্বিক কল্যাণ কামনা করে মিষ্টি মুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com