মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০ শতক ভূমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নিমার্নের প্রতিবাদে মানববন্ধন (ভিডিও সহ)
মাহবুবুর রহমান রাহেল॥ এক সাথে আছি মোরা এক সাথে থাকবো, স্কুলে জায়গা স্কুলে রাখবো-এই স্লোগান নিয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০ শতক ভূমিতে নির্মানের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কার্যালয় নির্মানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৪ আগষ্ট বুধবার দূপুরে প্রতিবাদে স্থানীয় চৌমুহনা চত্বরে কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে।
বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সৈয়দ মসাহিদ আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব, জাসদ (রব ) সাধারণ সম্পাদক আহসান উদ্দিন সুইট,
মাহবুব সোবানি, হাসান আহমদ রাজা, শাহদত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক আরিফ নেওয়াজ রফি, দশম শ্রেণরি ছাত্র সৈকত আহমদ, মাহবুব, আরিফ হোসেন সহ স্কুলের শিক্ষার্থী অভিবাবক ও বেশকিছু সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
স্কুলের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেছেন, সরকারি স্কুলের ২০ শতক ভূমি দখল করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় নির্মান কোনভাবেই তারা করতে দিবেনা। প্রয়োজনে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন।
মন্তব্য করুন