(ভিডিও সহ) মৌলভীবাজার সরকারি কলেজে ইভটিজিং করা নিয়ে ছাত্রলীগের দু‘গ্রুপের সংঘর্ষ : ১০ জন আহত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজের জনৈক এক ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে ইভটিজিং করা কেন্দ্র করে ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৫ মে দুপুর আনুমানিক ১২টার দিকে এক ছাত্রীকে একই কলেজের ছাত্রলীগের এক গ্রুপের কয়েকজন সদস্য উক্তত্য করে। এনিয়ে কথাকাটাটির এক পর্যায়ে ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁেধ। এ সময় কলেজ ক্যাম্পাসে ৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আবারও সংঘর্ষ বাঁধে। এ সময় আরো ৫ জন আহত হয়। আশংখ্যা জনক অবস্থায় মামুন নামের এক ছাত্রলীগ কর্মীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যন্য আহতরা হলেন, মিনহাজ আহমদ দিপ, ফয়জুর রহমান, ময়নুল হোসেন, সামাদ আহমদ, আহমেদ অপু, ইমন আহমদ, তানভির আহমদ তমাল।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান কলেজ ক্যাম্পাস সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন