মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পুর্তিতে ঈদ ও স্পন্দনের পুনমিলনী অনুষ্ঠিত হয় (ভিডিও সহ)

July 19, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের গৌরবের ১২৫ বছর পুর্তিতে ১৯৮২ সনের ব্যচের ঈদ ও স্পন্দনের পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে।

DSC00721

১৬ জুলাই শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে ১৯৮২ ব্যচের শিক্ষার্থী সাইফুর রহমান বাবুল সভাপতিত্ব এবং সংবাদিক সৈয়দ হুমায়েদ শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমদ অপু ও অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, অধ্যাপক বিমেলন্দু ভৌমিক, শওকত আবুল খয়ের খান চুনু, শাহীন আহমদ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ সনের ব্যচের যে সব বন্ধু অকালে পরপারে পাড়ি জমিয়েছেন তাদের আতœার শান্তির জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ও যুক্ত রাজ্যের বিভিন্ন স্থানে বসবাসকারী মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ সনের ২৭ জন বন্ধু মিলিত হন। দীর্ঘ দিন পর এক বন্ধু অপর বন্ধুকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন। একে অপরের কোশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com