মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন
August 17, 2016,
হোসাইন আহমদ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স (সম্মান) পরীক্ষার প্রশ্ন পত্রের ধরন অপরিবর্তীত রেখে পরীক্ষার সময় কমানোর সিন্ধান্তের প্রতিবাদে মৌলভীবাজার সরকারী কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
১৭ আগষ্ট বধুবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের চৌমুহনা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে কলেজ শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মেরাজ চৌধুরী, আল-আমিন, রিমন আহমদ, হাসান আহমদ, রেহনোমা, জিল্লুর রহমান, জিলানী ও আশরাফুল ইসলমা প্রমুখ।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেছে, এ সিদ্বান্ত থেকে সওে না আসলে তারা সারা দেশে কঠোর আন্দোলন সংগ্রামের ডাক দেয়ার হুমকি দিয়েছে।
মন্তব্য করুন