(ভিডিও সহ) মৌলভীবাজার সরকারী কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

January 30, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার সরকারী কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
৩০ জানুয়ারী সোমবার দূপুরে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধনে শ্রেণীকক্ষ সংকট নিরসনে বহুতল একাডেমীক ভবন নির্মাণ, ৮৭টি নতুন শিক্ষকের পদ সৃষ্টি করে প্রতিটি বিভাগে অনার্স মাস্টার্স কোর্স চালু, ১টি ছাত্রাবাস ও ১টি ছাত্রীনিবাস নির্মাণ,

যাতায়াত সুবিধার্থে অত্যাধুনিক বাস প্রদান, ক্যান্টিন, স্বতন্ত্র একাধিক পরীক্ষা হল নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণ, একটি আধুনিক তথ্যকেন্দ্র স্থাপনসহ বিভিন্ন দাবী তোলা হয়।
মানববন্ধনে সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে দাবীগুলো উপস্থাপন করেন শিক্ষার্থী জাকের আহমদ অপু। এ সময় মানববন্ধনে প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে উপরোক্ত দাবী মেনে নেয়ার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com