মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ-এর ছাত্রীদের চক্ষু পরীক্ষা
August 10, 2016,
স্টাফ রিপোর্টার॥ অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় মনোয়ারা মকদ্দছ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় ৮ ও ৯ আগষ্ট মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ-এর ছাত্রীদের চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দুই দিনে প্রায় ৫০০ (পাঁচশত) জন ছাত্রীর চক্ষু পরীক্ষা করা হয় এবং তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং যাদের চশমার প্রয়োজন তাদেরকে চশমা প্রদান করা হবে। উক্ত কার্যক্রমে মৌলভীবাজার বি এন এস বি-র অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, এডভোকেট এবং যুগ্ম-সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবদুল হামিদ মাহবুব উপস্থিত ছিলেন। মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মন্তব্য করুন