মৌলভীবাজার স্বাস্থ্য মন্ত্রী ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন
স্টাফ রিপোর্টার:স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অতি সম্প্রতি সারাদেশে দশ হাজার নার্স নিয়োগ করা হয়েছে।
তিনি বলেন, চা-বাগান ও হাওর অধ্যুষিত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করতে এসব এলাকায় বেশি করে নার্স পদায়ন করা হবে।
মন্ত্রী ৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, চা-বাগান ও হাওর অধ্যুষিত পর্যটন জেলা মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালকে তড়িত গতিতে মেডিকেল কলেজ করার ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মন্ত্রী হাসপাতালের জন্য একটি অ্যাম্বুল্যান্স বরাদ্ধ দিয়ে বলেন, গরীব, অসহায় রোগীরা যেন এর সেবা পায় এজন্য চিকিৎসকসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন এর অপব্যবহার না হয় সেজন্য সতর্ক থাকতে হবে।
তিনি তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চিকিৎসকদের কড়া নির্দেশ দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এম এ রহিম শহীদ সিআইপি প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন