(ভিডিও সহ) মৌলভীবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন
স্টাফ রিপোর্টার॥ ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা ও পৌর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর শুত্রুবার দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তন প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এড. মাখন লাল দাশ। পরে সেখান থেকে একটি র্যালী শহরে বের হয়। সম্মেলনে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডের কয়েক শত নেতাকর্মি অংশ গ্রহন করেন।
র্যালী শেষে পৌর মিলনায়তনে মনবীর রায় মঞ্জুর সভাপতিত্বে এবং দীপ্তেন্দু কুমার দাশগুপ্ত ও প্রার্থ সারথী পালের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রণধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আশু রঞ্জন দাশ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক এড. রাধা পদ দেব সজল, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পৌর কমিটির আহবায়ক শিব প্রসন্ন ভট্টাচার্য্য।
সম্মেলনে বক্তারা বলেন সরকারকে সকল নাগরিকের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করে গনতন্ত্রের ভিত্তি আরো মজবুত করতে হবে। তবেই সকল ধর্মের মানুষের সমন্বিত প্রচেষ্টায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান বক্তারা। আন্তর্জাতিক আদালতে মামলার করে মানুষ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয় সম্মেলনে।
মন্তব্য করুন