(ভিডিওসহ) মৌলভীবাজার-২ এবং ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাসদের প্রার্থীতা ঘোষণা

September 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ মৌলভীবাজার ৪টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে।

২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) ও মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার ও রাজনগর) সংসদীয় আসনের প্রার্থীতা ঘোষণা করে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনটিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মছব্বির। ১৪ দলীয় জোটের পক্ষে জেলার ৪টি আসনের মধ্যে এই ২টি আসন জোটের শরিক হিসেবে তাদেরকে ছেড়ে দেওয়ার উদাত্ত আহবান জানানো হয়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, স্বাধীনতা বিরোধী ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গড়ায় ১৪ দলীয় জোটকে আগমী নির্বাচনে বিজয়ী করতে সংবাদ সম্মেলনে জেলা জাসদ নেতৃবৃন্দরা আহবান জানান। প্রত্যাশা করেন জোটের শরীকদল হিসেবে তারা সঠিক মূল্যায়িত হবেন এবং তাদের দাবীকৃত এজেলার দুটি সংসদীয় আসনে তাদের প্রার্থী ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবেই মনোনয়ন পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের প্রার্থী কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, বাংলাদেশ জাসদের  মৌলভীবাজার জেলা সভাপতি  আ.স.ম ছালেহ সুহেল,  জেলা জাসদের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাজা, রাজনগর উপজেলা সভাপতি আব্দুল আজিজ রুপম, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গাফফার কাইয়ুম, মৌলভীবাজার সদর উপজেলা সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) জেলা সভাপতি জাকির হোসেন জেলা ও উপজেলা জাসদ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com