ময়লা ফেলার স্থানের রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগন ও ছাত্রছাত্রীরা হাইকোর্টের নির্দেশনার আলোকে সাইনবোর্ড স্থাপন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডস্থ ময়লার ডিপোতে ময়লা ফেলা বন্ধ করে সেখানে আন্দোলন করছে ডিপো সংলগ্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
৩১ জুলাই সোমবার সকালে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন বিদ্যালয়ের শত -শত ছাত্রছাত্রী প্ল্যাকার্র্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকে। ছাত্রছাত্রী ও নাগরিকবৃন্দের অভিযোগ আমরা নিয়মতান্ত্রিকভাবে এতদিন আমাদের দাবি জানিয়ে আসছি। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন অধিগ্রহণকৃত করা জমিতেই পৌরসভার ময়লা আবর্জনা ফেলবেন এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা ফেলা বন্ধ করবেন কিন্তু প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় অতিক্রম করলেও ময়লা ফেলা বন্ধ করেনি।
সোমবার সকালে এলাকাবাসী ও ছাক্রছাত্রীরা শ্রীমঙ্গল সরকারী কলেজের সম্মুখ হতে ময়লা ফেলার রাস্তার সামনে বাশঁ দিয়ে বন্ধ করে সেখানে মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোক সম্বলিত একটি সাইন বোর্ড টাঙ্গীয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ময়লার ডিপো অপসারণ আন্দোলন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী, শ্রীমঙ্গল সরকারী কলেজের ভাইস্ প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ’র সহ সভাপতি জিল্লুল আনাম চেমন, যুব সংগঠক মো: তহিরুল ইসলাম মিলন, শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য মো:আব্দুল হামিদ, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইয়াজউদ্দিন, গোলাম রহমান মামুন প্রমুখ।
উল্লেখ্য, ময়লার দূর্গন্ধের কারনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে দরজা জানালা বন্ধ করে ক্লাস করা হয়। ফলে, বিদ্যুতের অপচয় হচ্ছে। এছাড়া, রাস্তা দিয়ে চলাচলরত সাধারণ পথচারী, ছাত্র-ছাত্রীরা নানান বায়ূদুষণ জণিত রোগে আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, ময়লা- আবর্জনার ডিপোর মধ্যে পড়েছে, পৌরসভার গভীর নলকুপ। এই নলকুপ থেকে পৌর এলাকার বাসা-বাড়িতে সরবরাহকৃত পানিতে দুর্গন্ধসমেত কালো পানি এমনকি, কেচোঁ ও উঠে আসে।
মন্তব্য করুন