যক্ষা প্রতিরোধে নারী নেত্রীদের নিয়ে শ্রীমঙ্গলে নাটাবের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ যক্ষা প্রতিরোধে নারীনেত্রীদের নিয়ে শ্রীমঙ্গলে নাটাবের মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নাটাব শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ২৯ মে রোববার মহিলা পরিষদ ও অনন্যা পাঠক ফোরোমের কর্মী ও সংগঠকদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব শ্রীমঙ্গল শাখার সভাপতি সাইয়্যিদ মুজীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের প্রাক্তন পরিচালক ডা: হরিপদ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন শ্রীমঙ্গল শাখার সহ-সভাপতি লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। উপস্থিত ছিলেন নাটাবের আঞ্চলিক সমন্বয়ক সুমন চৌধুরী। সাধারণ সম্পাদক জহর তরফদারের পরিচালনায় শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন মহিলা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যক্ষা নিয়ন্ত্রনে আজীবন সেবা স্বীকৃতি হিসেবে নাটাব কেন্দ্রীয় কমিটি প্রদত্ত সম্মাননা ক্রেষ্টটি সাইয়্যিদ মুজীবুর রহমানের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
নারীরা সচেতন হলে পরিবার তথা সমাজে যক্ষা প্রতিরোধে আরো অগ্রগতি সম্ভব বলে আলোচকবৃন্দ মত প্রকাশ করেন। বিশেষ করে নারীরা একত্রে বসে বিভিন্ন আলোচনায় মেতে উঠেন। ঘরোয়া আলোচনা, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে নারীরা যক্ষা বিষয়ে প্রাসঙ্গিক আলোচনার সূত্রপাত ঘঠালে দুরহ এই ব্যাধীটির বিষয়ে ধারনা পোষন, প্রতিকার বিষয়ে করনীয়, বিনামূল্যে চিকিৎসার ধারনা লাভ এবং কায়করী চিকিৎসার বিষয়ে মতামত ব্যক্ত করতে পারেন। অংশগ্রহণকারী নারীনেত্রীদের পক্ষ থেকে যক্ষা বিষয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করেন আলোচকবৃন্দ।
মন্তব্য করুন