যক্ষা প্রতিরোধে শ্রীমঙ্গলে নাটাবের মতবিনিময় সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মো. কাওছার ইকবাল॥ যক্ষা প্রতিরোধে শ্রীমঙ্গলে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নাটাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও শ্রীমঙ্গল কমিটির সহযোগিতায় ৩০ নভেম্বর স্থানীয় হোটেলে সুশীল সমাজের অংশগ্রহণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর লোকেশ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের প্রাক্তন পরিচালক ও নাটাব শ্রীমঙ্গলের সহ-সভাপতি ডা: হরিপদ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বদরুল আলম, অধ্যাপক কৃষ্ণ লাল কালোয়ার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নাটাবের কো-অর্ডিনেটর ডা: ইব্রাহিম রহমান ও ফিল্ড কো-অর্ডিনেটর সুমন চৌধুরী। সাধারণ সম্পাদক জহর তরফদারের পরিচালনায় শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন মহিলা-পুরুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এলাকার সচেতন মহল সক্রিয় হলে পরিবার তথা সমাজে যক্ষা প্রতিরোধে আরো অগ্রগতি সম্ভব বলে আলোচকবৃন্দ মত প্রকাশ করেন। পেশাগত বিভিন্ন কর্মস্থলে, পাড়া-মহল্লায়, ঘরোয়া আলোচনা, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে যক্ষা বিষয়ে প্রাসঙ্গিক আলোচনার সূত্রপাত ঘঠালে দুরহ এই ব্যাধীটির বিষয়ে ধারনা পোষন, প্রতিকার বিষয়ে করনীয়, বিনামূল্যে চিকিৎসার ধারনা লাভ এবং কায়করী চিকিৎসা নেওয়া সম্ভব বলে উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন। অংশগ্রহণকারী নেতৃবৃন্দের পক্ষ থেকে যক্ষা বিষয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করেন আলোচকবৃন্দ।
মন্তব্য করুন