যুক্তরাজ্যস্থ জিএসসি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজন আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস পালন

February 25, 2017,

যুক্তরাজ্য প্রতিনিধি॥ ভাষা শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস পালন করেছে যুক্তরাজ্যস্থ গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজন।
২০ ফেব্রুয়ারি বুধবার রাতে চেষ্টারের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জি.এস.সি ’এর চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজনের উদ্দ্যেগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি এমদাদুর রহমান মুহিত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর প্রাণবন্ত সঞ্চালনায় সভা শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন নোমান আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এস সি‘র সাবেক সেন্ট্রাল চেয়ারপার্সন মনছব আলীর জেপি।
সভায় ৫২ এর শহিদ ভাষ সৈনিক সহ সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
নেতৃবৃন্দরা বলেন- প্রবাসে প্রজম্মের কাছে বাংলা ভাষার এই ইতিহাস ধরে রাখতে হলে বাংলা স্কুল প্রতিষ্টার বিকল্প নেই। পাশাপাশি আগামীতে চেষ্টারে একটি শহিদ মিনার নির্মানের ও দাবী জানান তারা।
সভায় ভাষা শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- জি.এস.সি ’এর চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজনের সহসভাপতি আব্দুস ছালাম, সহ সভাপতি জোবায়ের আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব সদর উদ্দিন, টেজারার কয়ছর মিয়া, কবি সুরুজ্জামান চৌধুরী, আব্দুল আলীম বারি, অভিনেতা নূর আফসার, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এটিএম লোকমান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাকিম আলী, রেজাউল ইসলাম রাজা প্রমুখ।
সভা শেষে সকল শহিদদের আতœার মাগফেরাত কামনা সহ বাংলাদেশের শোক শান্তি এবং বিশে^র সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজান করা হয়।
সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্যে বিভিন্ন শহর থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com