যুক্তরাজ্যের উইরাল শাহ জালাল মসজিদের আয়োজনে ঈদ পূর্নমিলনী
ফখরুল আলম লিভারপুল (যুক্তরাজ্যে) থেকে॥ মুসলিম নন মুসলিমদের মিলন মেলার মধ্যে দিয়ে যুক্তরাজ্যের উইরাল শাহ জালাল মসজিদের আয়োজনে জাকঁজমক ও আনন্দঘন পরিবেশে পালিত হলো ঈদ পূর্নমিলনী ।
৯ জুলাই রোববার উইরাল ইসলামিক কালচার্যাল সেন্টার এবং শাহজালাল মসজিদের আয়োজনে অনুষ্টিত ঈদ পূর্নমিলনী অনুষ্টানে মুসলিম নন মুসলিম নারী- পুরুষদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল মসজিদ প্রাঙ্গণ। মসজিদ কমিটির চেয়ারম্যান আবদুল মুনিম এর সভাপতিত্বে এবং কমিউনিটি ব্যক্তিত্ব সাইফউল্লাহ সাঈদ এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইরালের মেয়র কাউন্সিলার আন মাকলাছলান।
সভায় বক্তব্য রাখেন উইরাল কাউন্সিলের লিডার অব কাউন্সিলার ফিল ডেভিস, সেইন্ট ক্যাথলিক চার্চের রেভারেন্ড জেমস টেরি, কাউন্সিলার পাট ক্লিয়ারলি, ড. মুর্খাজি, মাওলানা শেখ ইছা , মাওলানা নজমুল হোসাইন , অকিল আলী, নাঈম চৌধুরী সহ বিভিন্ন কমিউনিটির মুসলিম নন মুসলিম নেতৃবৃন্দরা।
মসজিদের পাশর্^বর্তী সকল নন মুসলিমদের উপস্থিতে অনুষ্টিত ঈদ পূর্নমিলনী সভায় মসজিদ কর্তপক্ষ রমজান মাসে রাতভর এবাদত বন্ধীগিতে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন তার জন্য দু:খ প্রকাশ করেন।
সভায় লন্ডনের অগ্নিকান্ডে হতাহতের ঘটনা সহ ম্যানচেষ্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানান। এবং নিহতদের আন্তার শান্তি কামনা করে দাড়িয়ে সবাই এক মিনিট নিরবতা পালন করেন।
মসজিদ কমিটির নেতৃবৃন্দরা আমন্ত্রিত নন মুসলিম অতিথিদের কে সাথে নিয়ে পুরো মসজিদ ঘুরে দেখান।
মন্তব্য করুন