যুক্তরাজ্যের কনওয়ে কান্টি বরাঅ কাউন্সিলের আয়োজনে ন্যাশনাল ডেমোক্রেসি উইক পালিত

July 7, 2018,

ফখরুল আলম॥ লোকাল পলিটিক্র এর মাঝে কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহবানের মধ্যে দিয়ে পালিত হলো ন্যাশনাল ডেমোক্রেসি উইক-২০১৮।

নর্থওয়েলসের কনওয়ে কান্টি বরাঅ কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী সেমিনারে অংশ গ্রহনকারী নেতৃবৃন্দরা বলেন- মেইনষ্ট্রিম রাজনীতির পাশাপাশি সব শ্রেণীর লোকের অংশ গ্রহনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

ন্যাশনাল ডেমোক্রেসি উইক উপলক্ষে কনওয়ে কান্টি বরাঅ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আব্দুল মুকিত খাঁনের সভাপতিত্বে এবং কাউন্সিলার গার্থ জোনস এর প্রানবন্ত উপস্থাপনায় সেমিনারে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন – কাউন্সিলার পিটার লিওয়িছ, কাউন্সিলার  অ্যানে ম্যাককাফ্রে, ড. লুচি ষ্টিল, টিনা আরলি, ইমাম মোহাম্মদ আল খারুফ, জিএসসি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আব্দুল মালিক,কমিউনটি ব্যক্তিত্ব কাউন্সিলার মোহাম্মদ সুলতান, জিএসসি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজিওনের সহ সভাপতি আজাদ উদ্দিন, জিএসসি উইরাল শাখার চেয়ারপার্সন কয়ছর মিয়া প্রমুখ।

এসময় কনওয়ে কান্টি বরাঅ কাউন্সিলে সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান  কাউন্সিলার আব্দুল মুকিত খাঁন  উক্ত কাউন্সিলে দীর্ঘ  ১৫ বছরের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। কাউন্সিল তারঁ কর্মময় জীবনের কিছু অংশ বিশেষ নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করেন এই অনুষ্ঠানে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইট হেল্প ফাউন্ডেশন এর সিইও বিশিষ্ট ব্যবসায়ী শাহাজানুর রাজা, জিএসসি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজিওনের সম্পাদক জসিম উদ্দিন, লিভারপুল বাংলা প্রেসক্লাবের সম্পাদক ফখরুল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব করি সূরুজ্জামান চৌধুরী প্রমুখ।

ন্যাশনাল ডেমোক্রেসি উইক ২০১৮- এর আয়োজিত  সেমিনারে বাংলাদেশী, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন। এক আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নবোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com