যুক্তরাজ্যের সাউথ ওয়েষ্টে ঈদ পুনর্মিলনী ও মৌলভীবাজারবাসীর মিলন মেলা
খায়রুল আলম লিংকন॥ বৃষ্টলের স্থানীয় একটিকমিউনিটি সেন্টারে বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্টে বসবাসরতমৌলভীবাজার জেলার বাসিন্দাদের নিয়ে মৌলভীবাজারজেলা সমিতি এর আয়োজনে বৃষ্টলে অনুষ্ঠিত হয়েছে ঈদপুনর্মিলনী ও মৌলভীবাজারবাসীর মিলন মেলা।
তরুণ সংগঠক খায়রুল আলম লিংকন ও সৈয়দআখলাকুলআম্বিয়া রাবেল এর যৌথ পরিচালনায়অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেনহাফেজ মৌলানা লুৎফুর রহমান মিয়া ও বাংলাদেশেরজাতীয় সংগীত পরিবেশন করেন লন্ডন থেকে আগতশিল্পীবৃন্দ সহ উপস্থিত মৌলভীবাজারবাসী।আয়োজকদেরপক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সুচনা করেনসৈয়দ আবুসাঈদ আহমদ।
কেক কাটার মাধ্যমে মৌলভীবাজার জেলা সমিতি এর অনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সমিতির সংগঠক, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ স্থানীয় মুরব্বী বৃন্দ।
অতিথিদের মধ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সাংবাদিক ছাদিকুর রহমান, গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার ডেভলাপমেন্ট কাউন্সিল ইউকে এর সাবেক সভাপতি নুরুল ইসলাম মাহবুব, বিশিষ্ট সাংবাদিক ও মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্লডওয়াইড ওয়াটস আ্যপ গ্রুপ এডমিন মকিস মনসুর আহমদ।
মৌলভীবাজার জেলা সমিতি এর উদ্দ্যোগে আয়োজিত এ মিলন মেলায় যুক্তরাজ্যের সাউথ ওয়েষ্টের বিভিন্ন শহরে বসবাসকারী মৌলভীবাজারবাসী সহ বৃটেনের অন্যান্য শহর এর বাসিন্দারা স্ব-পরিবারে উপস্থিত হন।অনুষ্টানস্থলে ছিল মিলনের আমেজ, অনেকদিন পর একে ওপরকে দেখে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পরেন রুমন্থন করেন ফেলে আসা অতীত।
মৌলভীবাজার জেলা সমিতি গঠনের উদ্দেশ্য তুলে ধরে এক প্রশ্নের জবাবে সংগঠনের সংগঠক ও আয়োজকবৃন্দ বলেন,জেলার আর্থ সামাজিক উন্নয়ন, যুক্তরাজ্যের সাউথ ওয়েষ্টে এর বিভিন্ন শহরে বসবাস কারী মৌলভীবাজারবাসীর মধ্য সম্পর্কবৃদ্ধি ও নতুন প্রজন্মের কাছে মৌলভীবাজার জেলা তথা বাংলাদেশকে তুলে ধরার জন্য এ সংগঠন কাজ করবে।ঈদ পুনর্মিলনীতে অংশ নেয়ায় মৌলভীবাজার জেলা সমিতির সংগঠকদের পক্ষ থেকে আগত সবাইকে ধন্যবাদ জানানো হয়।
আগত অতিথিদ্বয় এরকম অনুষ্ঠান আয়োজনের জন্যমৌলভীবাজার জেলা সমিতির সংগঠকদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংঘটনটি জেলার আর্থ সামাজিকউন্নয়ন, যুক্তরাজ্যের সাউথ ওয়েষ্টের বিভিন্ন শহরে বসবাসরত মৌলভীবাজারবাসীর তথা মৌলভীবাজার জেলাবাসীর সাহায্যার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বক্তাগণ তাদের বক্তব্যে মৌলভীবাজার সরকারী মেডিকেল কলেজদ্রুত বাস্তবায়নের জন্য চুড়ান্ত অনুমোদন প্রদানের জন্য অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোড়ালো দাবী জানান।
অনুষ্ঠানে আগত বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মৌলভীবাজার জেলা ও জেলার দর্শনীয় স্থান সমুহের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রামান্য চিত্রের মাধ্যমে মৌলভীবাজার জেলাকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ছিল শিশুদের জন্য চিত্রাংকন, কিশোরদের জন্য ক্যুইজ প্রতিযোগিতা ও বাউন্সিক্যাসলের ব্যবস্থা ।
সালাহ উদ্দিন সবুজ ও এমদাদুর রহমান রাসেল এর পরিচালনায় ক্যুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় সার্বিক সহযোগীতা করেন শাহনাজ চৌধুরী, মাহমুদা আলম দীনা ও নিলীমা মিয়া।
চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে প্রথম স্থান বিজয়ি সাবিনা রহমান, দ্বিতীয় স্থান বিজয়ি আতিফ রহমান ও তৃতীয় স্থান বিজয়ি জাইন আমিন ও ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ি জেরিন রহমান
দ্বিতীয় স্থান বিজয়ি জাইন আমিন, তৃতীয় স্থান বিজয়ি রোজিনা আমীনকে মৌলভীবাজার জেলা সমিতির পক্ষথেকে ট্রফি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন দিলদার মিয়া, সাইদ বকস, মুহিবুর রহমান, সৈয়দ শাহিন আহমদ, মোহিদুর রহমান, আব্দুল কাইয়ুম, সানোয়ার হোসেইন, জুনেদ আহমদ, নুর মোহাম্মদ শোয়েব, জাবেদ আহমদ, জাহাঙ্গীর আহমদ, আব্দুররব মাসুক প্রমুখ।
মধ্যাহ্ন ভোজন শেষে শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠনে সংগীত পরিবেশন করেন বিলেতের স্বনামধন্য সংগীত শিল্পী শতাব্দী কর,অমিত দে ও পাপ্পু রাজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মুকুল, আজাদুর রহমান,আনফরুল ইসলাম,খলিল মিয়া, মোহাম্মদ মনির, শেখ শাহজাহান তরফদার, জয়নাল হোসেন, মৌলানা সৈয়দ মুয়াইদুল ইসলাম, মখলিছ আলী,মোসলেহ আহমদ, হাবিব মিয়া, মশাহিদ আহমদ, মতিউর রহমান লিটন, আলী রাজা, কাইয়ুম খান, হারুন আল রশীদ প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, সামসুল হক, এ এইছ এম মুকতাদির, সানাউল হক, দেওয়ান জয়নাল হোসেন , মো: জয়নাল আহমদ, জসিম আহমদ, কায়েস উর রহমান, আবু আক্কাস আনসারী (মোস্তাক), ইলিয়াছুর রহমান (আশিক),সৈয়দ সামি আহমদ, সৈয়দ আজরফ আলী (ফুয়াদ), কে জি এম আসাদুর রহমান, মোয়াজ্জিম হোসেন মঈনুল, শাহেদ আহমদ, আব্দুল আজিজ, আজিজ মিয়া, করিম মিয়া শামিম, খালেদ মিয়া(রুমান),আনিছ মিয়া, রুহুল আমীন, রিপন আহমদ, মারুফ চৌধুরী, জুনেদ আহমেদ, শাহজাহান আহমদ, মোহাম্মদ হোসাইন, নেছার আলম মনির, আব্দুল কাইয়ুম, শাকিল আহমেদ, পাপলু বকস প্রমুখ।
মন্তব্য করুন