যুক্তরাজ্যে বাঙ্গালিরা নানান জাতের দেশীয় সবজী ও ভিনদেশী ফলের চাষ করছে

July 31, 2021,

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাসকারী আতিক আহমদ একজন শখের বাগানী।  অনেক বছর ধরে শখ করে বাগান করতে করতে এখন পুরোদমে একজন পরিপক্ষ বাগানী হয়ে গেছেন।  নিজের বাস ভবনের সামনে রয়েছে ফুলের বাগান এবং পেছনে রয়েছে নানান জাতের দেশীয় সবজী থেকে শুরু করে ভিনদেশী ফলের গাছ।
এ বিষয়ে কার্ডিফে বসবাসকারী মোস্তফা সালেহ লিটন সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি পোস্ট দেন।  তার পোস্টে লিখেন, হঠাৎ করে ফোন পেলাম, ভাই আপনার জন্য একটি ফিগ (ফল) গাছের চারা রেখেছি। চলে আসেন। গাছের প্রতি সবুজের প্রতি মনের টানটা যেনো আত্বার সাথে মিশে আছে। আর দেরী না করে দুপুরেই বান্ধা হাজির। বাসার সামনে গাড়ী পার্ক করেই দেখী ভাই দাঁড়িয়ে আছেন। হাতে দুটি ব্যাগ। পরে বুঝতে পারলাম উনার আরেকটি সবজী বাগান রয়েছে, ওখান থেকে আমার জন্য লাল শাক, চুকাই পাতা, শীম ও আরো একটি সবজী দিয়েছেন নামটা এখন আর স্মরন করতে পারছি না। উনার গার্ডেনে লাগানো সবজী গুলো দেখে, সত্যিই মুগ্ধ না হয়ে পারলাম না। নানান জাতের সবজী ফলমূল দেশী কদু ,মিষ্টি কুমড়া , বরবটি , দেশী সীম, আলু, ধনিয়া পাতা , লাল শাক, ডাটা শাক, পটল, টমেটো, কচুর মোরা, আপেল, আংগুর, পাল্ম, ফিগ থেকে শুরু করে কি নেই। ঘুরে ঘুরে দেখালেন উনার শখের বাগানটি। সবুজ প্রিয় আতিক ভাইয়ের নিকট থেকে ফিগ গাছের চারটি নিয়ে আসলাম। সেই সাথে বোনাস পেলাম বেশ কিছু তাজা সব্জী। আতিক আহমদের বাগান যেনো আরও বেশী প্রসারিত হয় এই প্রত্যাশা করে লিটন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com