যুক্তরাজ্য ফেরত রেজিয়া বেগম করোনা আক্রান্ত ছিলেন না—-সিভিল সার্জন
স্টাপ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মৃত্যুবরণকারী যুক্তরাজ্য প্রবাসী রেজিয়া বেগম (৬০) করোনা আক্রান্তÍ নন।
২৩ মার্চ সোমবার দিবাগত রাত সোয়া ন’টায় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ। তিনি মুঠোফোনে বলেন, রেজিয়া বেগম প্রায় আড়াই মাস পূর্বে যুক্তরাজ্য থেকে মৌলভীবাজার আসেন। তিনি বলেন, “ওই সময়ে যেহেতু এসেছেন তাই তার করোনা উপসর্গের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। আমরা তার চিকিৎসার যাবতীয় কাগজপত্র নিভীরভাবে পর্যবেক্ষণসহ নমূনা দেখে এরকম কিছুই পাইনি। তাই আমরা বলতে পারি নিহত বিলেত ফেরত রেজিয়ার শরীরে করোনা’র উপসর্গ ছিল না”।
উল্যেখ্য প্রায় আড়াই মাস পূর্বে বিলেত ফেরত রেজিয়া যুক্তরাজ্য থেকে মৌলভীবাজার শহরের কাশিনাথ রোডের এম.আর.ভিলা নামীয় নিজেস্ব বাসায় বসবাস করছিলেন। রোববার ২২ মার্চ দূপুর দেড় টার দিকে অসুস্থাবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণপর চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মুত্যুর পর থেকেই তিনি করোনায় মারা গেছেন এমন খবর গত মঙ্গলবার মৌলভীবাজারসহ সিলেট বিভাগজুড়ে পৌছালে নতুন করে আতঙ্ক আরো বেড়ে যায়। ওইদিন শহরের কাশিনাথ রোডের ৫টি বাসাকে প্রশাসন হোম কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসে। পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের একটি মেডিক্যাল টিম তার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। নিহতের আত্মীয়রা জানান, বিলেত ফেরত রেজিয়াকে হার্টের সমস্যার কারণে হাসপাতালে নেয়া হয়েছিল। পরে সোমবার দূপুর ২টায় সদর উপজেলার ভাদগাঁও ১ম জানাজা ও বিকেল ৩টায় গিয়াস নগরে ২য় জানাজা শেষে দাফন করা হয়।
মন্তব্য করুন