যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্ট শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

September 24, 2019,

বদরুল মনসুর॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে বৃটেনের ওয়েলসের নিউপোর্ট শহরের হাতি রেষ্টুরেন্টে ২২ সেপ্টেম্বর  রাত ১২ ঘটিকায় যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম  নিউপোর্ট শাখার উদ্দ্যোগে এক  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন হয়েছে.।বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম  নিউপোর্ট শাখার সভাপতি যুবনেতা  আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম  নিউপোর্ট শাখার  সাধারন সম্পাদক সংগীত শিল্পী মোহাম্মদ সিতাব আলি ও নিউপোর্ট যুবলীগের যুগ্ম সম্পাদক যুবনেতা রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সফল অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ শেখ তাহির উল্লাহ এবং  প্রধান বক্তা ছিলেন  যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি এবং  যুবলীগের সাবেক সভাপতি ও ওয়েলস আওয়ামীলীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিউপোর্ট আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান  ওয়েলসষ যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ.  নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিব.যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংষ্কৃতিক ফোরামের কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক ও যুবনেতা শাহ শফি কাদির. কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যাবসায়ী মনজুর  আহমদ. ওয়েলস স্রমিক লীগের সভাপতি নুরুল আলম চুনু. ওয়েলস কৃষক লীগের সভাপতি  শেখ মোহাম্মদ আনোয়ার. ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন . সহ সভাপতি রকিবুর রহমান. নিউপোর্ট যুবলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম. ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাবুল খান. প্রজন্ম ৭১ নিউপোর্ট এর সভাপতি  বেলায়েত হুসেন খান .ঙ্গবন্ধু সাংষ্কৃতিক ফোরাম যুক্তরাজ্য নিউপোর্টের সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম. নিউপোর্ট যুবলীগের যুগ্ম  সাধারন সম্পাদক আনহার মিয়া. কবির আহমেদ. নাছির আহমদ . জয়নাল আবদিন. আমিরুল ইসলাম বাবুল. বাবলু  আহমদ  ও ওয়েলস ছাত্রলীগের সাধারন সম্পাদক শহজাহান তালুকদার শাওন সহ প্রমুখ নেতৃবৃন্দ।। আলোচনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের উপর বিস্তারিত আলোচনা সহ ১৫ই আগষ্ট’৭৫ হত্যা,৩রা নভেম্বর’৭৫ জেল হত্যা এবং পরবর্তীতে ২১শে আগষ্ট গ্রেনেট হামলার উপর আলোকপাত করা হয়।

পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী রুজী সরকার. গীতিকার আসাব আলী. জুবেল আহমদ. সিতাব আলী.  আব্দুর রউফ. সাজ্জাদ মিয়া সহ অন্যান্য স্থানীয় শিল্পীবৃন্দ। প্রথমেই একটা দেশাত্মবোধক গান দিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠান খুবই প্রাণবন্ত ছিলো.।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com