যুক্তরাজ্য যুবলীগ বৃস্টল বাথ এর উদ্যোগে বৃষ্টলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

November 12, 2019,

খায়রুল আলম লিংকন॥ যুক্তরাজ্য যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা ১১ নভেম্বর সোমবার বৃষ্টলের স্থানীয় চাই পানি রেষ্ষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি খায়রুল আলম লিংকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদকলিটন আলম বদরুল এর পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ কার্যকরী কমিটির অন্যতম সদস্য হারুন মিয়া। দোয়ার পর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বর্বরোচিত ১৫ই আগষ্ট সহ সকল গনতান্ত্রিক আন্দোলনেনিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ  বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার সভাপতি বীরমুক্তিযাদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, বিশেষ অতিথি সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগনেতা গোলাপ মিয়া, বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম,   বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট  যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও আওয়ামীলীগ নেতা মসুদ আলী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট যুবলীগের যুগ্ম-সম্পাদক তারিফুল ইসলাম, সাংগঠনিকসম্পাদক আমিনুর রহমান জুনেল  ও মোস্তাফিজুর রহমান সম্রাট প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালি শুধু একজনমানুষই নন, একটি চেতনা, একটি অধ্যায়। তিনি বাংলাদেশের গণমানুষের মুক্তির উপলক্ষ, জনপদের বহুদিনের লালিত স্বপ্নস্বাধীনতার রূপকার। তাঁর হাত ধরেই লাল-সবুজের একটি স্বাধীন পতাকার অধিকার পায় বাংলাদেশ। পাকিস্তানি শাসক-শোষকদের কূটকৌশল ছিন্ন করে তাঁর দূরদর্শী রাজনীতি ও প্রাজ্ঞ নেতৃত্বের বলেই ১৯৭১ সালে বিশ্বের মানচিত্রে অংকিত হয়আমাদের প্রাণের বাংলাদেশ।

স্বাধীনতা পরবর্তি সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামীযুবলীগ।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করারলক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ যুবলীগ। চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীরআত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশে ও বিদেশে সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

যুব সমাজকে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির আদর্শ ধারণ করে নেতা কর্মীদের দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।শুধু পদ ও পদবীর লোভে যারা সংগঠনে আসে তারা বেশী দিন টিকে থাকতে পারে না। বসন্তের কোকিল এমন নেতাদের চিহ্নিতকরে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সভা থেকে আহ্বান জানানো হয়।

দেশে বেশি বেশি বিনিয়োগ করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানান।

এর আগে অতিথিবৃন্দসহ যুবলীগ নেতৃবৃন্দ কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষকী অনুষ্ঠানেরউদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট যুবলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হাউজ সভাপতিফকরুল আলী,আওয়ামীলীগ নেতা রফিক মিয়া, বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুর রহমানরাসেল, আইন বিষয়ক সম্পাদক খন্দকার মানিকুজ্জামান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, রিপন মুন্সী, মোবারকআলী, তবারক আলী,শাহরিয়ার আহমদ রাসেল, জাকির আহমদ, মোবারক আলী, জাহেদ আহমদ, রকিব আহমদ কুদ্দুস, কাউসার আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com