যুক্তরাষ্ট্রের প্রসপেক্ট সিটির কাউন্সিলম্যান রাজনগরের সুরমান মনোনীত হয়েছেন

October 28, 2020,

আউয়াল কালাম বেগ॥ যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে মোহাম্মদ আবুল হোসেন সুরমান ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মনোনীত হয়েছেন।  ২৬ অক্টোবর  সোমবার তিনি পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান মেয়র টি. খাইরুল্লাহ। এ সময় সুরমানের পরিবারবর্গসহ, সিটির অন্যান্য কাউন্সিলম্যান, কাউন্সিলওমেনসহ গুরুত্বপূর্ণ অন্যান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিকটস্থ প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান ও আগামী নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার নিয়াজ নাদিম, সিটি এডমিনিস্ট্রেটর ইন্তেসান চৌধুরী, প্যাটারসন সিটি কমিশনার ইমরান হোসাইন, মোসলেহ উদ্দীন, নর্থজার্সি বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, মৌলভীবাজার বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলের সভাপতি মহসিন সেলিমসহ প্রবাসী বাংলাদেশী কমনিউটির নেতৃবৃন্দ।

আবুল হোসেন সুরমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাঠাজুড়ি গ্রামের মরহুম আলাউদ্দীনের পূত্র সুরমান ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশে থাকা অবস্থায় তিনি ছিলেন ছাত্রদল রাজনগর কলেজ শাখার সভাপতি ও ছাত্রদল থানা শাখার সাধারণ সম্পাদক।

যুক্তরাষ্ট্রে আসার পর থেকে তিনি নিউজার্সী স্টেট বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন ।

মোহাম্মদ আবুল হোসেন সুরমান প্রথম বাংলাদেশি হিসেবে প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আমেরিকার মুলধারার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com