যুক্তরাষ্ট্রে কুলাউড়া এসোসিয়েশনের মনোনয়নপত্র জমা, নির্বাচনে একমাত্র প্যানেল খসরু-সুয়েব পরিষদ

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়া বাসীর প্রবাসীদের সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনকের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী হিসেবে একমাত্র প্যানেল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ‘খসরু-সুয়েব’ পরিষদ।
২৩ মার্চ রবিবার নিউইয়র্কের এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের হলরুমে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন খসরু-সুয়েব’ পরিষদ। এসোসিয়েশনের এ নির্বাচনে আর কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল মনোনয়ন জমা না দেওয়ায় খসরু-সুয়েব’ পরিষদই আগামী এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন।
জানা গেছে, ২৩ মার্চ ছিলো মনোনয়ন জমার শেষ দিন । নির্বাচনের তফসিল ঘোষণার পর ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলাউদ্দিন-জাবেদ পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী জালাল-রেনু পরিষদ এ বছর নির্বাচন থেকে শেষ মুহূর্তে বয়কটের ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়। গত নির্বাচনে আলাউদ্দিন-জাবেদ পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী জালাল-রেনু পরিষদ বিপুল ভোটে পরাজিত হয়। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নির্বাচন পরিচালনায় দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নির্বাচন কমিশনার মো: তজমুল আলী, শাহেদ দেলওয়ার চৌধুরী, মো: আব্দুল মুকিত চৌধুরী, মো: আব্দুল মোক্তাদির চৌধুরী।
নির্বাচন কমিশনের দায়িত্বরতদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন খসরু-সুয়েব’ পরিষদের সভাপতি প্রার্থী সৈয়দ ইলিয়াস খসরু, সহ-সভাপতি প্রার্থী লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী মইনুর রহমান সুয়েব, সহ সাধারণ সম্পাদক প্রার্থী বদরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ প্রার্থী ওবায়দুর রহমান কামাল , সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ওয়াহিদ, প্রচার সম্পাদক প্রার্থী শামীম আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী আজিজুল হক স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মিতা চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রার্থী সালমা চৌধুরী মিলি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী অলিউর রহমান, সালিক আহমদ, মতিউর রহমান খান, তাহমিদুর চৌধুরী তৌসিফ ও ফারুক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বর্তমান সভাপতি শাহ্ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, খসরু-সুয়েব’ পরিষদ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন লিটন ও যুগ্ম সদস্য সচিব হারুনুর রশীদ তালুকদার প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ জানান, যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাসীর একমাত্র সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের নির্বাচনে একমাত্র প্যানেল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শুধুমাত্র খসরু সুয়েব পরিষদ। আর কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল মনোনয়ন জমা দেয়নি এবারের নির্বাচনে। মনোনয়ন যাচাই শেষে আগামী ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্যানেল ঘোষণা করা হবে।
মন্তব্য করুন