যুগোপযোগী শিক্ষানীতির আলোকে মণিপুরী শিশুদের মণিপুরী ভাষায় প্রাক-প্রাথমিক সেমিনার

May 7, 2016,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ঐুগোপযোগী শিক্ষানীতির আলোকে আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরী শিশুদের মণিপুরী ভাষায় প্রাক-প্রাথমিক সেমিনার কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে ৭ মে শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও আর.ডি.সি’র চেয়ারপার্সন মেসবাহ্ কামাল।
মণিপুরী সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে ও মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর.ডি.সি’র জেনালে সেক্রেটারী ও আদিবাসী বিষয়ক কোকাস এর টেকনোক্রেট পার্লামেন্টারী মেম্বার জান্নাত-ই-ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন, মণিপুরী ললিতকলা একাডেমীর পরিচালক রামকান্ত সিংহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক অধ্যাপক ড. রনজিত সিংহ। আলোচনায় অংশ নেন মণিপুরী ভাষা উন্নয়ন পরিষদের সভাপতি রসমোহন সিংহ, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, প্রাক্তন শিক্ষাবিদ রাজকান্ত সিংহ, লেখক-গবেষক চন্দ্র কুমার সিংহ, পৌরি সম্পাদক সুশীল কুমার সিংহ, মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও নাট্যকার শুভাসীষ সমীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com