যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে—–কমলগঞ্জে সংস্কৃতি মন্ত্রী

November 15, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥  সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।  জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মানুষ হত্যা, বাসে অগ্নিসংযোগ,  শ্রমিক হত্যা, মানুষের সম্পদ লুট, শিক্ষা প্রতিতষ্ঠানসহ সরকারি স্থাপনা ধ্বংস করার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশ। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা সকল জনগণ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এমনিভাবে বর্তমানে জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, দেশকে আরো এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের মনে শান্তি, বিশ্বাস, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তা’নাহলে সকল উন্নয়ন কর্মকান্ড থমকে যাবে। যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি
১৪ নভেম্বর সোমবার রাত সাড়ে ১০ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামন্ডপে ১৭৪ তম মহারাসলীলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক পুন্যব্রত চৌধুরী, জেলা প্রসাশক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মাদ শাহ্ জালাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. নন্দকিশোর সিংহ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মাদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ প্রমুখ। এদিকে আদমপুর তেতইগাঁও উন্মুক্ত মঞ্চে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ৩১ তম রাস উৎসবে সোমবার সন্ধ্যায়  চার গুনি সহকারী অধ্যাপক রমাকান্ত সিংহ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিভূতি ভুষণ ব্যানার্জি (সিলেট মেট্রোপলিটন), বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ও সিলেটের উপ-কর কমিশনার শান্ত কুমার সিংহকে সংবর্ধনা প্রধান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com