যৌন হয়রানি ও বাল্যবিবাহ রোধে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

November 14, 2016,

স্টাফ রিপোর্টার॥ মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্প, সামাজিক ক্ষমতায় কর্মসুচি, ব্র্যাক এর  আয়োজনে যৌন হয়রানি ও বাল্যবিবাহ  বিয়ে নির্মুলকরনে সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্যে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪ নভেম্বর সোমবার দুপুরে সার্কিট হাউসের মূন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে এবং রেডি পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসন এর উপস্থাপনায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকারিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ। বক্তব্য রাখেন জেলা রেজিষ্টার শফিকুর রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান, স্কুলে শিক্ষক,স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,মিডিয়া নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ প্রমূখ। উক্ত সভায় জিও এনজিও সকলেই প্রতিশ্রুতিমূলক বক্তব্য দেন এবং মেয়েদের নিরাপত্তা কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com